ইজাজ আহমেদ চৌধুরী
ইজাজ আহমেদ চৌধুরী (১ জানুয়ারি ১৯৪৫ — ২৯ সেপ্টেম্বর ২০২২) বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। তিনি বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক হিসেবে ১২ ফেব্রুয়ারি ১৯৯৫ থেকে ১৮ জুলাই ১৯৯৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন।[১]
মেজর জেনারেল ইজাজ আহমেদ চৌধুরী পিএসসি | |
---|---|
জন্ম নাম | মোঃ ইজাজ আহমেদ চৌধুরী |
জন্ম | গোলাপগঞ্জ, সিলেট জেলা | ১ জানুয়ারি ১৯৪৫
মৃত্যু | ২৯ সেপ্টেম্বর ২০২২ সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা | (বয়স ৭৭)
আনুগত্য | ![]() |
সার্ভিস/ | বাংলাদেশ সেনাবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ |
পদমর্যাদা | ![]() ![]() |
সম্পর্ক | আব্দুল মতিন চৌধুরী |
কর্মজীবনসম্পাদনা
ইজাজ আহমেদ চৌধুরীর জন্ম সিলেটের গোলাপগঞ্জে। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে কর্মরত ছিলেন দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে।[২][৩] যুদ্ধকালীন সময়ে তিনি আশ্রমবাড়ি সাব সেক্টরের অধিনায়কের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি সেনাবাহিনীতে গুরুত্বপূর্ন বিভিন্ন দায়িত্ব পালন করেন। এর মধ্যে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন।[৪] তিনি বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক হিসেবে ১২ ফেব্রুয়ারি ১৯৯৫ থেকে ১৮ জুলাই ১৯৯৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন।[১][৫]
সেনা বিদ্রোহের অভিযোগসম্পাদনা
২৫ মে ১৯৯৬ সালে ব্যর্থ সেনা অভ্যুত্থানের অভিযোগে তাকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়।[৬][৭][৮]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "Border Guard Bangladesh"। www.bgb.gov.bd। ২০১৬-১১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২২।
- ↑ মেজর জেনারেল কে এম সফিউল্লাহ। মুক্তিযুদ্ধে বাংলাদেশ, বীর উত্তম। সিদ্দিকুর রহমান কর্তৃক অনূদিত। বাংলাদেশ: আগামী প্রকাশনী। পৃষ্ঠা ২৩৬। আইএসবিএন 9789840417216।
- ↑ "তেলিয়াপাড়া বাংলোয় মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারী ২০২২।
- ↑ সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীরপ্রতীক, মেজর জেনারেল (অব:) (১৯৯৯)। Missro kothon (মিশ্র কথন)। বাংলাদেশ: ইজি পাবলিকেশন্স। পৃষ্ঠা ১২২। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২২।
- ↑ "Top BDR officials transferred in major reshuffle"। gulfnews.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৭।
- ↑ "শীর্ষ সেই ১৫ সেনা কর্মকর্তা এখন কে কোথায়?"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৭।
- ↑ জিবলু রহমান। "১৯৯৬ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের খলনায়ক কে?"।
- ↑ Ahmed, Salahuddin। Bangladesh: Past and Present (ইংরেজি ভাষায়)। APH Publishing। পৃষ্ঠা 3। আইএসবিএন 9788176484695। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬।
সামরিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী মেজর জেনারেল আনোয়ার হোসেন |
বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক ১২ ফেব্রুয়ারি ১৯৯৫ – ১৮ জুলাই ১৯৯৬ |
উত্তরসূরী মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান |