শাম্মাইয়া মাদ্রাসা

(ইছ চামাইয়া মাদ্রাসা থেকে পুনর্নির্দেশিত)

শাম্মাইয়া মাদ্রাসা (আরবি: مدرسة الشماعية) তিউনিশিয়ার তিউনিসে অবস্থিত একটি মাদ্রাসা

শাম্মাইয়া মাদ্রাসা
مدرسة الشماعية
মাদ্রাসার স্মারক ফলক
মাদ্রাসার স্মারক ফলক
ধরনমাদ্রাসা
প্রতিষ্ঠাতাআবু যাকারিয়া ইয়াহিয়া
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
ঠিকানা,
মানচিত্র

অবস্থান সম্পাদনা

মাদ্রাসাটি সুক এচামাইন এর নিকটবর্তী শাম্মাইয়া আল মাদ্রাসা গলিতে অবস্থিত। যা পরে সউক এল ব্লাগগিয়া হয়ে ওঠে।

ইতিহাস সম্পাদনা

শাম্মাইয়া প্রথম হাফসিদ সুলতান আবু যাকারিয়া ইয়াহইয়ের নির্দেশ অনুসারে মাগরেব অঞ্চলের প্রথম মাদ্রাসা হিসাবে নির্মিত হয়। আলি ইবনে মোহাম্মদ ইবনে আল-কাসেম এই নির্মাণকাজের দেখাশুনার দায়িত্বে পালন করেন।[১]

সমাজে মাদ্রাসাটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এর বেশিরভাগ শিক্ষার্থী পরবর্তীকালে আল-জায়তুনা মসজিদের ইমাম হয়েছেন।[২]

কয়েক দশক ধরে মাদ্রাসাটি বিকশিত হয়। ১৭ তম শতাব্দীতে মাদ্রাসার সম্পত্তির ব্যবস্থাপক আবু আল-গাইথ আল কাচাচ মাদ্রাসাটিকে পুননির্মাণ করেন।

মাদ্রাসাটির বর্তমান স্থাপত্যটি ১৬৪০ এবং ১৬৪৭ সালের মধ্যবর্তী সময়ে তিউনিসের বেগ আহমেদ খোদজার পুননির্মাণের পরবর্তী ফলাফল।

স্থাপত্য সম্পাদনা

 
এছ চামাইয়া গলির ধাতব ফলক
 
এছ চামাইয়া মাদ্রাসার প্রবেশপথ

হাফসিদ যুগের অন্যান্য কীর্তিস্তম্ভের তুলনায় মাদ্রাসাটির সজ্জা এবং শৈলী সাধারণ।

বর্তমান পরিস্থিতি সম্পাদনা

নব্বইয়ের দশকে মাদ্রাসা পুননির্মাণ করা হয়। বর্তমানে চামড়া ও জুতার কারিগরদের প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ব্যবহার হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://www.discoverislamicart.org/database_item.php?id=monument;ISL;tn;Mon01;13;fr
  2. Mohamed Béji Ben Mami, Monuments de la médina de Tunis à travers les âges