ইউমি ও কানায়েতে ডোরেমন
"ইউমি ও কানায়েতে ডোরেমন" (夢をかなえてドラえもん) হলো সাউন্ডট্রাক যেটি ডোরেমন টিভি ধারাবাহিকের উদ্বোধনী সঙ্গীত। ইউমি ও কানায়েতে ডোরেমন ২০০৭ সালের জুন মাসে জাপানে প্রকাশিত হয়। এই সঙ্গীতটি (ইউমি ও কানায়েতে ডোরেমন) মে, ২০০৭ থেকে বর্তমান পর্যন্ত ডোরেমন টিভি সিরিজের নির্বাচিত উদ্বোধনী সঙ্গীত। উল্লেখ্য ওদোরে ডোরে ডোরা ডোরেমন ওনদো (踊れ・どれ・ドラ ドラえもん音頭) ছিল ২০০৭ সালের জুন মাসের ২৯ তারিখ থেকে আগস্ট ১০, ২০০৭ এবং জুলাই ১৮, ২০০৮ পর্যন্ত নির্বাচিত সমাপনী সঙ্গীত।
ইউমি ও কানায়েতে ডোরেমন | ||||
---|---|---|---|---|
বহু কর্তৃক সাউন্ডট্রাক | ||||
মুক্তির তারিখ | জুন ২৫, ২০০৭ | |||
ঘরানা | সাউন্ডট্রাক | |||
দৈর্ঘ্য | ১৬:৩৯ | |||
সঙ্গীত প্রকাশনী | সনি/কলম্বিয়া | |||
ডোরেমন কালক্রম | ||||
|
ট্রাক তালিকা
সম্পাদনা- এমএও কর্তৃক ইউমি ও কানায়েতে ডোরেমন (夢をかなえてドラえもん) – ৪:০৬
- ওয়াসাবি মিজুতা এবং ডোরেমন কিডজ কর্তৃক ওদোরে ডোরে ডোরা ডোরেমন ওনদো ২০০৭ (踊れ・どれ・ドラ ドラえもん音頭 2007) – ৪:১৬
- ইউমে ও কানায়েতে ডোরেমন (যান্ত্রিক) – ৪:০৬
- ওয়াসাবি মিজুতা কর্তৃক ওদোরে ডোরে ডোরা ডোরেমন ওনদো ২০০৭ (শুধু ডোরেমন) – ৪:১২