ইউনাইটেড ফাইন্যান্স

বাংলাদেশী অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান

ইউনাইটেড ফাইন্যান্স হল একটি বাংলাদেশী অ-ব্যাংকিং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, যা পূর্বে ইউনাইটেড লিজিং কোম্পানি নামে পরিচিত ছিল এবং ২০১৪ সালে নাম পরিবর্তন করে ইউনাইটেড ফাইন্যান্স নামকরণ করে।[] এটি ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত। এটি বিনিয়োগ, ঋণ, ইজারা, মেয়াদি অর্থায়নের মত আর্থিক কার্যক্রম পরিচালনা করে। কোম্পানিটি ১৯৮৯ সালে যাত্রা শুরু করে এবং এর সদরদপ্তর ঢাকার কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে অবস্থিত। ইউনাইটেড ফাইন্যান্স তাদের ৮০ শতাংশ তহবিল সরাসরি স্বতন্ত্র আমানতকারীদের নিকট হতে সংগ্রহ করে।

ইউনাইটেড ফাইন্যান্স
ধরনবেসরকারী
ডিএসইUNITEDFIN
শিল্পFinance
পূর্বসূরীইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেড
প্রতিষ্ঠাকাল২৭ এপ্রিল ১৯৮৯ (1989-04-27) ঢাকায়, বাংলাদেশ
সদরদপ্তরকামেলিয়া হাউস, ২২ কাজী নজরুল ইসলাম এভিনিউ,
ঢাকা
,
বাংলাদেশ
অবস্থানের সংখ্যা
২৩টি শাখা (২০১৮)
বাণিজ্য অঞ্চল
বাংলাদেশ
প্রধান ব্যক্তি
পরিষেবাসমূহ
আয়
  • বৃদ্ধি BD৳ 944 million (2014)
  • BD৳ 836 million (2013)
 (2015)
  • বৃদ্ধি BD৳ 969 million (2017)
 (2017)
  • বৃদ্ধি BD৳ 256 million (2017)
 (2015)
মোট সম্পদ
  • বৃদ্ধি BD৳ 23,944 million (2017)
 (2017)
মোট ইকুইটি
  • বৃদ্ধি BD৳ 3,020 million (2017)
 (2017)
মালিকসমূহ
  • United Insurance Co. Ltd. (20.64%)
  • Lawrie Group Plc, U.K. (20%)
কর্মীসংখ্যা
315 (2015)
বিভাগসমূহ
  • Sales
  • Credit-sale financing
  • Information technologies
  • Collection
  • Human resources
ওয়েবসাইটunitedfinance.com.bd

ইউনাইটেড ফাইন্যান্স কোম্পানির ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, যশোর, গাজীপুর, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, নোয়াখালী, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে শাখা রয়েছে। এছাড়াও সিরাজগঞ্জ ও রাঙামাটিতে বুথ অফিস রয়েছে।

পৃষ্ঠপোষকতা

সম্পাদনা

ইউনাইটেড ফাইন্যান্স, ইউনাইটেড বীমা কোম্পানির সাথে যৌথভাবে ২০০৯ সাল থেকে নিয়মিত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনাইটেড লিজিং কোম্পানি এখন থেকে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড"অর্থ সূচক। ২০১৪-০১-০৯। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা