ইউনাইটেড উইমেন ফ্রন্ট

ইউনাইটেড উইমেন ফ্রন্ট ২০০৭ সালে প্রতিষ্ঠিত ভারতের একটি রাজনৈতিক দল[১] দলের জাতীয় সভাপতি হলেন সুমন কৃষ্ণ কান্ত।[২][৩] দলের সাধারণ সম্পাদক হলেন পারম আহলুওয়ালিয়া।[৪]

৭৪ বছর বয়সী সুমন কৃষ্ণ কান্ত ছিলেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি কৃষ্ণ কান্তের স্ত্রী। মহাত্মা গান্ধীর প্রতি তার শ্বশুরবাড়ির নিবেদন ও তার স্বামীর রাজনৈতিক অনুপ্রেরণার কারণে সুমন সক্রিয় রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ১৯৭৭ সালে মহিলা দক্ষিণ সমিতি (এমডিএস) গঠিত হলে সুমন তার সামাজিক সক্রিয়তা শুরু করেন। গার্হস্থ্য ও পারিবারিক সহিংসতায় ভুগছেন এমন দুর্দশাগ্রস্ত মহিলাদের সহায়তা করার জন্য এমডিএস তৈরি করা হয়েছিল।[৫]

ইউডব্লিউএফ এর দৃষ্টি হল এমন একটি রাজনৈতিক দল প্রস্তুত করা যাতে নারীরা অন্তর্ভুক্ত থাকে। সিদ্ধান্ত গ্রহণে পর্যাপ্ত সংখ্যা না থাকলে নারীরা যে বিষয়ে প্রভাবিত হয় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। ইউডব্লিউএফ মহিলাদের নিরক্ষরতা, বাল্যবিবাহ ও সংসদে প্রয়োজনীয় সংশোধনী এবং মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলে। সমতার জন্য লড়াইয়ে নারীর ক্ষমতায়নের জন্য রাজনৈতিক দলটি মূলধারার রাজনৈতিক দৃশ্যপটের সকল দিককে অন্তর্ভুক্ত করতে চায়।[৫]

২০০৮ সালের নির্বাচন সম্পাদনা

ইউডব্লিউএফ প্রথমে ২০০৮ সালে অনুষ্ঠিত দিল্লি বিধানসভা নির্বাচনে ৭২টি আসনের প্রতিটিতে একজন প্রার্থী রাখার পরিকল্পনা করেছিল, তবে নির্বাচনের সময় তাদের শুধুমাত্র একজন প্রার্থী ছিল।[৬]

২০০৯ সালের নির্বাচন সম্পাদনা

২০০৯ সালের নির্বাচনের সময় ইউডব্লিউএফ সাধারণ নির্বাচনে ছয়জন প্রার্থীকে (চারজন মহিলা ও দুইজন পুরুষ) দাঁড় করিয়েছিল।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "6 Feminist Political Parties Around The World You Should Know About"Bustle (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩ 
  2. The Hindu : National : New party launched[অধিগ্রহণকৃত!]
  3. In India, a party for women only | csmonitor.com
  4. INDIA: All-female political party launched
  5. "More youngsters should join politics"gulfnews.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩ 
  6. "The (Slow) Rise Of Women-Oriented Political Parties | IndiaSpend-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend"। ২০১৯-১১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩