আহলে হিল্ল ওয়াল আকদ

আহলে আল-হিল্ল ওয়াল আকদ (আরবি: أهل الحل والعقد, প্রতিবর্ণীকৃত: ahl al-ḥall wa’l-‘aqd) হলো ইসলামের রাজনৈতিক দিকগুলিতে ব্যবহৃত একটি শব্দ যা উম্মতের পক্ষে খলিফা বা অন্য কোন শাসক নিয়োগ বা মোতায়েনের যোগ্য ব্যক্তিদের বোঝায়।[১][২] সকল মুসলমানদের প্রতিনিধি এবং মুখপাত্র হওয়ার উপযুক্ত বিশিষ্ট মুসলমানদের একটি জামাতকে আহলে আল-হিল্ল ওয়াল আকদ বলা হয়।

শর্তসমূহ সম্পাদনা

  • আদালতের সকল শর্তসমূহ বিদ্যমান থাকা।
  • ইসলামী খিলাফত এবং ইমারত সম্পর্কিত সকল বিষয়ে জ্ঞানী হওয়া।
  • রায় দানে সক্ষম হওয়া এবং প্রজ্ঞাবান হওয়া।
  • আহলে হিল্ল ওয়াল আকদ এমন হওয়া, যাদের যে কোন সিদ্ধান্ত গোটা উম্মাহ খুশি মনে মেনে নেয় এবং তাদের সিদ্ধান্তই সকলের সিদ্ধান্ত বলে বিবেচিত হয়।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ahl al-Ḥall wa'l-'Aḳd"। The Encyclopaedia of Islam, New EditionI। Leiden: Brill। ১৯৮৬। পৃষ্ঠা 263–264। 
  2. "Ahl al-Hall wa'l-Aqd"Oxford Islamic Studies Online  From Esposito, John L., সম্পাদক (২০০৩)। The Oxford Dictionary of Islam