আহমেদ হোসেইন
আহমেদ হোসেইন (১৮৯৬ - ১৯৬১), ছিলেন একজন রাজনীতিবিদ যিনি ১৯৪৬/৫৭-এ হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর মন্ত্রীসভার কৃষি, বন ও মৎস্য মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রংপুর জেলা পরিষদের (অখণ্ড বাংলা) চেয়ারম্যান[১] ১৯৫৫/৫৬-এ আবু হোসেন সরকার-এর মন্ত্রিসভায় পূর্ব পাকিস্তানের কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৩৭ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত তিনি এমএলএ ও সংসদ সদস্য হিসেবে তার গাইবান্ধা জেলার তার নির্বাচনী এলাকা সাঘাটা ও ফুলছড়ির প্রতিনিধিত্ব করেন।
আহমেদ হোসেইন | |
---|---|
জন্ম | ১৮৯৬ |
মৃত্যু | মে ১৯, ১৯৬১ |
আদি নিবাস | মহিমাগঞ্জ ইউনিয়ন |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Rahim, Enaytur and Rahim, Joyce L, (2000)."Bengal politics the documents of the Raj (1944/47)", p.143, University Press Limited, Dhaka. আইএসবিএন ৯৮৪০৫১৫০০৪