আহমদ মুহাম্মদ আল সিবাই (আরবি: أحمد السباعي, ইংরেজি: Ahmed Al-Sibai; জন্ম: ৬ জানুয়ারি ১৯৯৯; আহমদ আল সিবাই নামে সুপরিচিত) হলেন একজন কাতারি-সিরিয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে কাতারের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর কাতার স্টার্স লিগের ক্লাব আল সাইলিয়াহের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় এবং আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

আহমদ আল সিবাই
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আহমদ মুহাম্মদ আল সিবাই
জন্ম (1999-01-06) ৬ জানুয়ারি ১৯৯৯ (বয়স ২৫)
জন্ম স্থান কাতার
উচ্চতা ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল সাইলিয়াহ
জার্সি নম্বর
যুব পর্যায়
অ্যাস্পায়ার অ্যাকাডেমি
আল দুহাইল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭–২০২০ আল দুহাইল (০)
২০২০– আল সাইলিয়াহ ২৭ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:৩২, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

আহমদ মুহাম্মদ আল সিবাই ১৯৯৯ সালের ৬ই জানুয়ারি তারিখে কাতারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Al Sailiya"QSL। ২৩ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২ 
  2. "الفريق الأول"نادي السيلية الرياضي – نادي السيلية الرياضي (আরবি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০২০। ৮ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা