আসাম ডাউনটাউন বিশ্ববিদ্যালয়

ভারতের আসামে বিশ্ববিদ্যালয়

আসাম ডাউনটাউন বিশ্ববিদ্যালয় ২০১০ সালে আসাম ডাউনটাউন বিশ্ববিদ্যালয় বিধি,২০১০ মতে গুয়াহাটির পানীখাইতীতে প্রতিষ্ঠা করা হয়।[১] বিশ্ববিদ্যালয়টি প্রায় ৪২ একর জমি জুড়ে আসাম সচিবালয় থেকে মাত্র ১২ কি.মি. দূরে ব্রহ্মপুত্র নদ-এর পারে অবস্থিত।

আসাম ডাউনটাউন বিশ্ববিদ্যালয়
Assam Down Town University
নীতিবাক্য"Encouraging Success"
বাংলায় নীতিবাক্য
"সাফল্যকে উৎসাহিত করুন"
ধরনব্যক্তিগত
স্থাপিত২০১০ (2010)
অধিভুক্তিইউজিসি
আচার্যডঃ এন. এন. দত্ত
উপাচার্যডাঃ নারায়ণ চন্দ্র তালুকদার
শিক্ষার্থী৮০০০
অবস্থান
পানীখাইতি, গুয়াহাটি
, ,
সংক্ষিপ্ত নামADTU
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ, সর্বভারতীয় প্রযুক্তিবিদ্যা শিক্ষা পরিষদ, দূরশিক্ষা পরিষদ, ভারতীয় ফার্মাসি পরিষদ , ভারতীয় নার্সিং পরিষদ, ভারতী ফিজিওথেরাপী সংস্থা
ওয়েবসাইটOfficial website
মানচিত্র

বিশ্ববিদ্যালয়টি ডাউনটাউন চ্যারিটেবল ন্যাস প্রতিষ্ঠা করেছিল। ডাউনটাউন হাসপাতাল এই ন্যাসের পরিচালক।[২]

অবস্থান সম্পাদনা

আসাম ডাউনটাউন বিশ্ববিদ্যালয় গুয়াহাটির পানীখাইতীর মাধব নগর পথে অবস্থিত।

শিক্ষা সম্পাদনা

বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী দেয়। বিশ্ববিদ্যালয়টিতে প্রকৌশল, হাসপাতালিটি, স্বাস্থ্য বিজ্ঞান এবং ফার্মাসি বিষয়ে বিভিন্ন পাঠক্রমের সুবিধা আছে।

এটি হোটেল ব্যবস্থাপনা এবং উদ্যোগিক প্রশিক্ষণে ডিগ্রী প্রদান করতে ভারত পর্যটন উন্নয়ন সংস্থার সাথে বোঝাপড়ার চুক্তি সই করেছে।

অনুষদ সম্পাদনা

  • প্যারামেডিক্যাল সায়েন্স অনুষদ
  • বিজ্ঞান অনুষদ
  • নার্সিং অনুষদ
  • মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ
  • বাণিজ্য ও ব্যবস্থাপনা অনুষদ
  • ফার্মাসিউটিক্যাল সায়েন্স অনুষদ
  • প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "University"www.ugc.ac.in। সংগ্রহের তারিখ ২০১৫-১০-২৬ 
  2. "Assam down town University: The Leading University of north-east India"www.adtu.in। সংগ্রহের তারিখ ২০১৫-১০-২৬ 

বহিঃসংযোগ সম্পাদনা