আসহাব-উল-হক

বাংলাদেশী রাজনীতিবিদ

ডাঃ আসহাব-উল-হক জোয়ার্দ্দার (৪ ডিসেম্বর ১৯২১–৭ অক্টোবর ২০১০) বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার রাজনীতিবিদ, চিকিৎসক ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন পূর্ব-পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ও তৎকালীন কুষ্টিয়া-৭ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]

ডাক্তার
আসহাব-উল-হক
কুষ্টিয়া-৭ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬
ব্যক্তিগত বিবরণ
জন্মআসহাব-উল-হক জোয়ার্দ্দার
৪ ডিসেম্বর ১৯২১
চুয়াডাঙ্গা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু৭ অক্টোবর ২০১০
চুয়াডাঙ্গা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

প্রাথমিক জীবন সম্পাদনা

আসহাব-উল-হক ৪ ডিসেম্বর ১৯২১ সালে তৎকালীন নদীয়া জেলার চুয়াডাঙ্গা মহকুমায় জন্মগ্রহণ করেন। তার পিতা আহম্মদ আলী জোয়ার্দ্দার ও মাতা হাজেরা খাতুন।[১][৩]

রাজনৈতিক জীবন সম্পাদনা

আসহাব-উল-হক ১৯৪৯ থেকে ১৯৫১ সাল পর্যন্ত ঢাকার মিডফোর্ড হাসপাতালের চিকিৎসক ছিলেন। ১৯৫২ সালে চুয়াডাঙ্গায় বাংলা ভাষা আন্দোলনে ভূমিকা পালন করেন। [১]

১৯৭০ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সমর্থন আদায়ের জন্য জাতিসংঘে পাঠানো প্রতিনিধি দলের সদস্য মনোনীত হয়ে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ সফর করেন। ১৯৭২ সালে গণপরিষদের সদস্য হিসেবে দেশের সংবিধান প্রণয়নে ভূমিকা রাখেন।[১][৩]

১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন কুষ্টিয়া-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[২] ১৯৭৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মনোনীত হন।[৩]

বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা সদস্য ও কমনওয়েলথ হিউম্যান ইকোলজিক্যাল কাউন্সিলের বাংলাদেশের প্রধান হয়ে দায়িত্ব পালন করেন তিনি।[৩]

১৭ আগস্ট ১৯৭৫ সালে তাকে গ্রেফতার করা হয়। ১৯৭৭ সালে সামরিক আদালতে পাঁচ বছর কারাদণ্ড দেন তাকে এবং ১৯৭৯ সালে কারামুক্তি পেয়ে রাজনীতি ছেড়ে দিয়ে পুনরায় চিকিৎসা পেশা শুরু করেন। ৩ নভেম্বর ১৯৭৫ সালের ঢাকা কেন্দ্রীয় কারাগারে সংঘটিত জেল হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষী ছিলেন তিনি।[৩]

মৃত্যু সম্পাদনা

আসহাব-উল-হক ৭ অক্টোবর ২০১০ সালে মৃত্যুবরণ করেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চুয়াডাঙ্গা জেলা, প্রখ্যাত ব্যক্তিত্ব"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২০ 
  2. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. মেসবাহ উল হক। "একজন সাহসী ও সত্ রাজনীতিকের প্রতিকৃতি"দৈনিক ইত্তেফাক। ২৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২০