আল ইসাবা ফি তাময়িজ আল সাহাবা

আল-ইসাবাহ ফাই তমাইজ আল সাহাবাহ (আরবী : الأصباح في تامز الصحابة, সঙ্গীদের সান্নিধ্যে সকাল) ইবনে হাজার আল আসকালানীর বহুবিধ তাফসীর সুন্নি হাদীস সংগ্রহ গ্রন্থ। মুহাম্মদ যুগের সাহাবীদের ইতিহাস বর্ণনা করার জন্য পরিচিত এই বইটি। এই বইটিতে মুহাম্মদের জীবনী, মুহাম্মদের সাহাবাদের জীবনী, মুহাম্মাদের সমস্ত স্ত্রীদের জীবনী এবং তাবিউন জীবনী অন্তর্ভুক্ত রয়েছে।[১][২]

আল ইসাবা ফি তাময়িজ আল সাহাবা
লেখকইবনে হাজার আসক্বালানী
মূল শিরোনামالإصابة في تمييز الصحابة
দেশমিশর
ভাষাআরবী (মূল)
বিষয়হাদিস, মুহাম্মদ, ৬৩২ আরব উপদ্বীপ, সাহাবাহ জীবনী
ধরনশারহ
প্রকাশকদার আল-কুতুব আল-ইলমিয়াহ, বৈরুত
প্রকাশনার তারিখ
১৮৫৬-১৮৭৩

ইতিহাস সম্পাদনা

ইবনে হাজার আসক্বালানী ১৪ শতাব্দীতে আল-ইসাবাহ লিখেছিলেন, তবে এই বইটি প্রকাশিত হয়েছে ১৮৫৬-১৮৭৩ খ্রিষ্টাব্দে। তৎকালীন আরব ইতিহাস, আরবীয় ভূগোলের পরিচয় এখানে করিয়ে দেওয়া হয়েছে। এই বইয়ের লেখক ইসলামী ইতিহাসের অনেকগুলো সূত্রসহ বই লিখেছেন, সুতরাং সেই স্তর অনুসারে এই সংগ্রহশালা বইটিও জনপ্রিয় হয়েছে।[২]

ভাষা সম্পাদনা

যদিও এই বইটি আরবি ভাষায় লেখা হয়েছে কিন্তু ইবনে হাজার একজন মিশরীয় ছিলেন। তবে আরবি ভাষা ইসলামী অধ্যয়নের জন্য খুব জনপ্রিয় ছিলো। এইজন্য বইটি জনপ্রিয় হয়ে উঠুক এই প্রত্যাশায় আরবি ভাষায় বইটি লেখা হয়েছে। এই বইটি বিশ্বের সর্বত্রই পড়া হচ্ছে। [২]

জনপ্রিয়তা সম্পাদনা

এই বইটি এখন খুব জনপ্রিয় কারণ এই বইটি ইসলামি ইতিহাস ও সেই সময়ের ঘটনার উল্লেখের ক্ষেত্রে সূত্র হিসেবে ব্যবহার করা হয়। এই বইটিতে অনেক তথ্য এবং উদ্ধৃতি এবং সূত্র বই এবং ইতিহাস রয়েছে। আজকাল এই বইটি একটি উল্লেখযোগ্যতা এবং উদ্ধৃতি বই হিসেবে ব্যবহার করা হচ্ছে।[৩] [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "al-Isabah fi tamyiz-is-sahabah - Ibn Hajr Asqalani"islamieducation.com (ইংরেজি ভাষায়)। ২০০৯-১১-২০। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৬ 
  2. ইবনে হাজার আসক্বালানী, আমাদ ইবনে আলী; আবদুল হাই। Kitab al-isabah fi tamyiz al-sahabah.। এ বিওগ্রাফিক্যাল ডিকশেনারী অফ পার্সনস হু নোস মোহাম্মদ। 
  3. আল আসক্বালানী, ইবনে হাজার (২০০৮)। al-Isabah fi tamyiz al-sahabah। [s.n.]। 
  4. "arabic_reference_works.html"www.usna.edu। ২০২১-০৯-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৬