আলিমুদ্দিন আরজেরনেছা পাবলিক হাই স্কুল

আলিমুদ্দিন আরজেরনেছা পাবলিক হাই স্কুল, নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুরে অবস্থিত একটি বিদ্যালয়। [১] বিদ্যালয়ের এমপিও কোড ১১২৯৮০। [২]

পটভূমি

সম্পাদনা

১৯৬৯ সালে মোস্তাফা জব্বার বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা করেন। ১৯৭১ সালের মার্চ মাসে যুদ্ধ শুরু হলে স্কুলের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৯৭২ সালে স্কুলটি বর্তমান স্কুলের স্থানে স্থানান্তর করা হয়। ১৯৯৬ সাল থেকে স্কুলটিতে ছাত্রী ভর্তি করা হয়না। প্রধানত গ্রামের বালিকা বিদ্যালয়টিকে সমর্থন দানের জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়। বিদ্যালয়টি ১৯৯৬ সালে সরকারী স্কুল হিসেবে স্বীকৃতি লাভ করে এবং ১৯৯৮ সালে এর বর্তমান জায়গায় স্থানান্তরিত হয়। [৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Krishnapur Alimuddin Argernesa Public High School"Sohopathi | সহপাঠী (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৫ 
  2. "বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান"www.bdselfstudy.com। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৫ 
  3. "Bijoy Ekushe"www.bijoyekushe.net। ২০২০-১১-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৫