আলাপ:২০২৩ মরক্কো ভূমিকম্প

সাম্প্রতিক মন্তব্য: Abazizfahad কর্তৃক ৭ মাস আগে "নামকরণ" অনুচ্ছেদে

নামকরণ সম্পাদনা

ভূমিকম্পটি মূলত মরক্কোর "মারকেশ-সাফি" অঞ্চলে সংঘটিত হয়েছে। এর নামকরণও করা হয়েছে "মারকেশ-সাফি ভূমিকম্প" হিসেবে। বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধটির এই নামকরণ করা হলে হয়তো অনেকে‌ শিরোনাম দেখে এটা বুঝতে পারত না যে, ভূমিকম্পটি তুরস্কে (মরক্কোতে) সংঘটিত সাম্প্রতিক সময়ের ভূমিকম্পের নিবন্ধ। তবে আমি ব্যক্তিগতভাবে "মারকেশ-সাফি ভূমিকম্প" নামটিকে সমর্থন করি। (نقاش) عبد الله ১৫:৩৯, ৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Abazizfahad, ধন্যবাদ। এ নামটা প্রথমেই উইকিউপাত্তে Mehediabedin ভাই দিয়েছিলেন, সেজন্য আমি আর পাল্টাইনি। ২০২৩ মারকেশ-সাফি ভূমিকম্প নামে স্থানান্তরের জন্য সম্মতি দিচ্ছি। TANBIRUZZAMAN (💬) ১৫:৪৬, ৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Abazizfahad @Tanbiruzzaman বাংলা গণমাধ্যমে এটি মরক্কোর ভূমিকম্প নামে পরিচিত হয়েছে। সেই হিসেবে কি বর্তমান নামটি ভালো নয়? তাছাড়া এই ভূমিকম্প তুরস্কে হয়েছে সেটা তো জানতাম না। মেহেদী আবেদীন ১৬:০৩, ৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin আমি সেটাই বলছিলাম তবে মরক্কো লিখতে গিয়ে "তুরস্ক" লিখে ফেলেছিলাম। (نقاش) عبد الله ১৭:৪২, ৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"২০২৩ মরক্কো ভূমিকম্প" পাতায় ফেরত যান।