আলাপ:২০২২ সিংহ চ্যাম্পিয়নশিপ সিরিজ

সাম্প্রতিক মন্তব্য: Abazizfahad কর্তৃক ১ বছর পূর্বে "নাম পরিবর্তন প্রস্তাবনা" অনুচ্ছেদে

নাম পরিবর্তন প্রস্তাবনা সম্পাদনা

@Mashfi23 ভাই এই নিবন্ধটি তৈরি করার জন্য আপনাকে প্রথমে আন্তরিক সাধুবাদ জানাই। আপনি নিবন্ধটির নাম দিয়েছেন ২০২২ পাপুয়া নিউ গিনি পুরুষ ক্রিকেট দলের সিঙ্গাপুর সফর নামটা ঠিক আছে তবে এই ধরনের সফর বা সিরিজের ক্ষেত্রে আয়োজক কর্তৃপক্ষ অনেক সময় সিরিজের নাম নির্ধারণ করে দেয়। আবার অনেক সময় শুধু এটা একটা সফর হিসেবে গণ্য হয় যার কোন নির্ধারিত নাম থাকে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট নামের অভাবে এই ধরনের (২০২২ পাপুয়া নিউ গিনি পুরুষ ক্রিকেট দলের সিঙ্গাপুর সফর) নাম ব্যবহার করা হয়। তবে এই নিবন্ধটির ইংরেজি উইকিতে দেখলাম এর নামকরণ করা হয়েছে 2022 Singa Championship Series এবং এর স্বপক্ষে নিশ্চয়ই উপযুক্ত তথ্যসূত্র থাকায় ইংরেজি উইকিপিডিয়ানরা এই নামকরণ করেছেন। যাই হোক আপনার স্বচেষ্টায় এই ধরনের নামধারী অনেক নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় রচিত হয়েছে। অনেকগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নাম না থাকায় এই ধরনের বড় শিরোনামের নিবন্ধ রয়েছে। তবে এই নিবন্ধটির যেহেতু বিকল্প একটি নাম রয়েছে যা ২০২২ সিঙ্গা চ্যাম্পিয়নশিপ সিরিজ তাই আমি প্রস্তাব করছি নিবন্ধটিকে এই নামে স্থানান্তর করতে। এতে পাঠকদের জন্যও আকর্ষণীয় হবে কারণ প্রস্তাবিত নামটি সংক্ষিপ্ত এবং মৌলিক। আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১৫:৪৭, ২ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Abazizfahad ভাই: এ প্রস্তাবটি তোলায় আপনাকে ধন্যবাদ। ইংরেজি উইকিপিডিয়ায় বিশেষ নামটি ব্যবহৃত হলেও ইন্টারনেটে মূলত শুধু একটি সূত্রেই বিশেষ নামটির ব্যবহার দেখেছিলাম; অন্যান্য জায়গায় সাধারণ সফরের কথাই বলা হচ্ছিল। তবে তার পরে আমি অন্য জায়গায় বিশেষ নামটির খোঁজ পেয়েছি, বিশেষত সিরিজটি আয়োজনকারী ক্রিকেট বোর্ডই এ নাম ব্যবহার করেছে। নতুন শিরোনামে স্থানান্তর করতে সে কারণে এখন আমার কোনও আপত্তি নেই।
তবে ইংরেজিতে নামটি "Singa Championship Series" বলা হয়েছে- যেখানে "Singa" শব্দটি সম্ভবত মালয় ভাষার শব্দ (শব্দটির অর্থ সিংহ এবং শব্দটির উৎপত্তি সংস্কৃত "সিংহ" শব্দ থেকে)। সেক্ষেত্রে আমি নতুন শিরোনাম হিসেবে ২০২২ সিংহ চ্যাম্পিয়নশিপ সিরিজ বাছাই করতে ইচ্ছুক। এ বিষয়ে আপনার মতামত আশা করছি। Mashfi23 (আলাপ) ১৫:৫৪, ২ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Mashfi23 যথা সময়ে মতামত প্রদান না করতে পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। "সিঙ্গাপুর (Singapore)" নামের সাথে "Singa" শব্দের মিল আছে তাই আমি প্রথমে ২০২২ সিঙ্গা চ্যাম্পিয়নশিপ সিরিজ নামটি প্রস্তাব করেছিলাম। যাইহোক "সিঙ্গা" অর্থ যদি সিংহ হয় তাহলে সেই নামটি বাংলায় সিংহ ব্যবহার করা সর্বোত্তম তবে সিরিজটির অফিসিয়াল নামে যদি ইংরেজিতে লায়ন ব্যবহার না করা হয় তাহলে বাংলায় সিংহ ব্যবহার করা এতটা গুরুত্বপূর্ণ নয় বলে আমি মনে করি এবং এক্ষেত্রে মালয় ভাষার শব্দই (মূল শব্দ) ব্যবহার করা উত্তম। ধন্যবাদ। আঃ আজিজ ফাহাদ (আলাপ) ০৫:৫৩, ৪ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"২০২২ সিংহ চ্যাম্পিয়নশিপ সিরিজ" পাতায় ফেরত যান।