আলাপ:১৯৭১ বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ড

সাম্প্রতিক মন্তব্য: তানভী কর্তৃক ১৪ বছর পূর্বে

ঘটনার ধারাবাহিকতা ও গুরুত্ব অনুযায়ী এ পাতার বর্ণনা অনেক অল্প। আরো বিস্তারিত বিবরন প্রয়োজন।এই ঘটনার সাথে রাও ফরমান আলির সংযোগ ছিল। সম্ভবত তার ডায়েরীতেই বুদ্ধিজীবীদের লিস্ট লেখা ছিল। তার ডায়েরীর পাতার ছবিও সম্ভবত পাওয়া যেতে পারে।সামহয়্যার ইন ব্লগের এক পোস্টে ঐ ডায়েরীর পাতার একটা ছবি দেখেছিলাম। আর ঘটনার সাথে কোন কোণ রাজাকারের কি কি ভূমিকা ছিল তাও আলাদা ভাবে উল্লেখ করা যেতে পারে। বুদ্ধিজীবীদের নামের তালিকা আরো বাড়াতে হবে,সংখ্যাটা এত অল্প না। বুদ্ধিজীবীদের বড় একটা তালিকা আছে, কিন্তু ওটাতে তাদের পেশা বা ভূমিকার কথা উল্লেখ না থাকায় দেয়া যাচ্ছে না। তবে লেখাটা আরো সম্প্রসারিত করতে হবে।--তানভী (talk) ০৫:৪০, ২৬ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)তানভীউত্তর দিন

"১৯৭১ বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ড" পাতায় ফেরত যান।