আলাপ:হেডিংটন স্কুল

সাম্প্রতিক মন্তব্য: Tanweer Morshed কর্তৃক ৯ বছর পূর্বে "আন্তঃউইকি সংযোগ" অনুচ্ছেদে

আন্তঃউইকি সংযোগ সম্পাদনা

প্রিয় Ferdous ভাই, আপনি এই নিবন্ধটিতে উল্লিখিত সাল, সংখ্যা - এসবের আন্তঃউইকি সংযোগ প্রদান করেছেন। কিন্তু আপনি উইকিপিডিয়ায় নিবন্ধগুলোর নীতি খেয়াল করলে দেখবেন যে, নিবন্ধে তখনই কোন সাল বা সংখ্যাতে আন্তঃউইকি সংযোগ দেয়া হয় যখন সেটার নির্দিষ্ট কোন তাৎপর্য থাকে। কোন নিবন্ধের সব সালকে কখনোই লিঙ্কড করা হয়না। এটি সংখ্যার ক্ষেত্রেও প্রযোজ্য। আশা করি বোঝাতে পেরেছি।  – তানভির (আলাপ) ২০:৫৯, ২৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

না, এই নীতিটা চোখে পড়ে নাই। কোন পাতায় এই সম্পর্কিত তথ্য জানতে পারবো প্রিয় তানভির মোর্শেদ ভাই। ফেদৌ (টক শো) ০৩:০৫, ২৯ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
Ferdous ভাই, সাধারণত কী লিঙ্ক করা হয় এবং সাধারণত কী লিঙ্ক করা হয় না দেখুন। লক্ষ্য করুন, "common units of measurement, e.g. units relating to currency, time, temperature, length, area, or volume"-কে লিঙ্ক করা হয় না। এগুলোকে লিঙ্ক করা হয়ঃ "relevant connections to the subject of another article that will help readers understand the article more fully. This can include people, events, and topics that already have an article or that clearly deserve one"

আপনি যে এই নিবন্ধের '১৯৪২', '১৯৩০', 'একর', '১৯' - এগুলোকে লিঙ্ক করেছেন, এগুলোডর সাথে তো নিবন্ধের বিষয়গত কোন প্রাসঙ্গিকতা নেই। দয়া করে এটা ব্যক্তিগত ভাবে নিবেন না, উইকিপিডিয়ার নীতিমালার ভিত্তিতেই বললাম।  – তানভির (আলাপ) ০৯:২৮, ২৯ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি) 'উত্তর দিন

"হেডিংটন স্কুল" পাতায় ফেরত যান।