আলাপ:হুসেইন মুহাম্মদ এরশাদ

সাম্প্রতিক মন্তব্য: শাহজাইব আজমান কর্তৃক ২ বছর পূর্বে "সম্পাদনার অনুরোধ, ৯ এপ্রিল ২০২২" অনুচ্ছেদে

ইনি কী হুসেইন লিখেন নাকী হোসেইন? মুহাম্মদ নাকী মোহাম্মদ? --রাগিব (আলাপ | অবদান) ১৯:৩৯, ২৭ জুন ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

আগে তো ছিল হোসেন মোহাম্মাদ - এখন কি change করসে নাকি? --Peripatetic ১৯:৪২, ২৭ জুন ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
যেটাই হোক, এই নিবন্ধের নাম সেইটাতে সরানো দরকার। --রাগিব (আলাপ | অবদান) ১৯:৪৪, ২৭ জুন ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
হুসেইন ঠিক আছে। উনার একটা সিগনেচার এর কপি কোথায় যেন দেখেছিলাম। আমার একদম ঠিক মনে আছে, উনি ূ কার দিয়ে লিখেন ো কার দিয়ে না।-mak ২০:১৮, ২৭ জুন ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

জেনারেল এরশাদের জন্মস্থান? সম্পাদনা

এই পাতায় হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মস্থান হিসেবে দেখানো হয়েছে রংপুর জেলা কিন্তু ইংরেজী উইকিতে তা দেখায় দিনহাটা, কুচবিহার, পশ্চিম বাংলা। কোনটা সঠিক?--মনিরুজ্জামান (আলাপ) ১৫:৫৫, ৪ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

বঙ্গভবন ও জাতীয় পার্টির ওয়েবসাইটের তথ্যানুসারে তার জন্ম রংপুরে।

সম্পাদনার অনুরোধ, ৯ এপ্রিল ২০২২ সম্পাদনা

আমি হুসেইন মুহাম্মদ এরশাদ এর পেজ এ কিছু গুরুত্তপূর্ণ তথ্য ও ছবি যোগ করতে চাই। দয়া করে আমাকে তথ্য ও ছবি যোগ করার অনুমতি দেওয়া হোক। শাহজাইব আজমান (আলাপ) ০৪:৩৪, ৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"হুসেইন মুহাম্মদ এরশাদ" পাতায় ফেরত যান।