আলাপ:হুমায়ুন আজাদের গ্রন্থতালিকা

সাম্প্রতিক মন্তব্য: Al Riaz Uddin Ripon কর্তৃক ৪ বছর পূর্বে "নিবন্ধের শিরোনাম" অনুচ্ছেদে

নিবন্ধের শিরোনাম সম্পাদনা

@Al Riaz Uddin Ripon:, @আফতাবুজ্জামান:, রিয়াজ ভাই এবং আফতাব ভাই, এই নিবন্ধটির নাম "হুমায়ুন আজাদ রচিত গ্রন্থতালিকা" হলে কেমন হতো। আলিম রকিব (আলাপ) ০৪:১৬, ১ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

হুমায়ুন আজাদের রচনাবলি শিরোনামও দেওয়া যায়। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:২৯, ১ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
যাই দেয়া হোক, নামের শিরোনাম যেন একই জাতীয় অন্যগুলির সাথে মিলে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৬, ১ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Al Riaz Uddin Ripon:, আপনি যা বলেছেন তাই ঠিক, "হুমায়ুন আজাদের রচনাবলি" শিরোনামটি সঠিক, শিরোনাম পরিবর্তন করে দেওয়া হোক। কোটেলা (আলাপ) ১৫:২৮, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
  করা হয়েছেআল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:৩৬, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান:, আফতাব ভাই, এই "গ্রন্থপঁজী" বানানটি কি সঠিক না কি "গ্রন্থপঞ্জি" হবে? রুবেল কে. বি. (আলাপ) ০৩:২৭, ৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@রুবেল কে. বি.: গ্রন্থপঁজী নামে কোনো শব্দ আছে কিনা আমার জানা নেই। তবে গ্রন্থপঞ্জি বানানটিই সঠিক। দ্বিতীয়ত এখন দেখলাম মহীন ভাই আলোচনা ছাড়াই গ্রন্থপঁজী শিরোনামে স্থানান্তর করেছেন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:৩২, ৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
গ্রন্থপঁজী মানে গ্রন্থবিবরণী, পুস্তক বিবরণী, বা তালিকাও বলা যায়, এটাকে হুমায়ুন আজাদের গ্রন্থতালিকা নামেই স্থানান্তর করা উচিৎ। অন্যদিকে পঞ্জি মানে পঞ্জিকা, দুটো আলাদা। তবে পূর্বের হুমায়ুন আজাদের রচনাবলি নামটা ঠিক নয়, এটা মূলত বইয়ের তালিকা পাতা রচনাবলি নয়। ~মহীন (আলাপ) ০৬:১৯, ৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
এবং উইকিপিডিয়ার অন্য পাতাসমূহের সাথে মিল রেখে একে হুমায়ুন আজাদের গ্রন্থতালিকা নামে পুনরায় স্থানান্তর করলাম। ‍‍‍(উদাহরণ) ~মহীন (আলাপ) ০৬:২১, ৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Moheen: শুধুমাত্র পঞ্জি শব্দ দ্বারা পঞ্জিকা বুঝানো হয়, কিন্তু যখন শব্দটি গ্রন্থপঞ্জি লেখা হয় তখন এর অর্থ পুরোটা পাল্টে গ্রন্থবিবরণী অথবা পুস্তক বিবরণী হয়। এখানে অথবা গুগল অনুসন্ধানে দেখতে পারেন। তবে, বর্তমান শিরোনামটিও ঠিক আছে, এতে আমার আপত্তি নেই। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:৩৯, ৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"হুমায়ুন আজাদের গ্রন্থতালিকা" পাতায় ফেরত যান।