আলাপ:কৃত্রিম উপগ্রহভিত্তিক দিকনির্ণয়

(আলাপ:স্যাটেলাইট ন্যাভিগেশন থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: NahidSultan কর্তৃক ৭ বছর পূর্বে "নিবন্ধ সম্পর্কে" অনুচ্ছেদে

নিবন্ধ সম্পর্কে সম্পাদনা

সুধী, প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। নিবন্ধের অনুবাদ ভালো হয়েছে। দয়া করে, নিবন্ধের ইংরেজি শব্দগুলো বাংলা করুন। টেকনিক্যাল টার্ম বা নাম হলে সেক্ষেত্রে ইংরেজি শব্দটিই বাংলাতে লিখুন। এছাড়াও নিবন্ধে ইংরেজি শব্দের সাথে বেশ ইংরেজি নিবন্ধের লিংক করা সেগুলো বাংলা করে সরাসরি বাংলা লিংক করে দিন, লিংককৃত নিবন্ধটি যদি বাংলাতে নাও থাকে। উদাহরণস্বরুপ ধরুন, আপনার তৈরি নিবন্ধে বাংলাদেশ নামটি [[:en:Bangladesh|Bangladesh]] -এভাবে ইংরেজি উইকিপিডিয়ার লিংক করা রয়েছে। সেটি আপনি সরাসরি, [[বাংলাদেশ]] হিসেবে সরাসরি বাংলা উইকিতে লিংক করুন। বাংলা উইকিতে নিবন্ধটি না থাকলে লিংকটি লাল হয়ে থাকবে, সমস্যা নেই। কোন প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

"কৃত্রিম উপগ্রহভিত্তিক দিকনির্ণয়" পাতায় ফেরত যান।