আলাপ:সোনালী চাল

সাম্প্রতিক মন্তব্য: Yahya কর্তৃক ৩ বছর পূর্বে "নিবন্ধের নাম" অনুচ্ছেদে

পর্যালোচনা সম্পাদনা

@Yahya, Meghmollar2017, IqbalHossain, এবং Owais Al Qarni: প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধটিকে যোগ্য করা যায় না? খুবই ভালো একটি বিষয়ে নিবন্ধটি। ভোরের পাখি আলাপ ১১:০২, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@ShazidSharif2001: প্রস্তাবনা দেখুন। মানোন্নয়নকে নিবন্ধ অপসারণ না করার শর্ত হিসেবে দিয়েছি। এই কাজটি আমিই করতে পারতাম, কিন্তু নিবন্ধে দেওয়ার জন্য সময়টুকু যথেষ্ট নয়। আপনারা কেউ করতে চাইলে, আপনাদের স্বাগত জানাই। — Meghmollar2017আলাপ১১:০৬, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Meghmollar2017: নিবন্ধের এই অংশে উদ্ধৃতি ত্রুটিটি দেখো তো। ভোরের পাখি আলাপ ১১:১৭, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@ShazidSharif2001: ভাইয়া,   করা হয়েছে। — Meghmollar2017আলাপ১১:২৩, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের নাম সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



বাংলা নামকে অগ্রাধিকার দিয়ে নিবন্ধের নাম হিসেবে পত্র-পত্রিকায় ব্যবহৃত নাম "সোনালী চাল" ব্যবহার করা হল। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১০, ১৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@FuadTanvir025 এবং আফতাবুজ্জামান: ফুয়াদ তানভীর ভাই, স্থানান্তরের পূর্বে আলোচনা করে নিলে ভালো হতো। এই বিষয়ে আফতাব ভাইয়ের সাথে আগেও আলোচনা হয়েছে (অফ-উইকি)। কাজেই, স্থানান্তর লগ পরীক্ষা করে নিলে ভালো হতো। যাই হোক, স্থানান্তরের পক্ষে (সরকারি ব্যবহার) কিছু প্রমাণাদি আলাপ পাতায় দিয়ে রাখলে ভালো হয়। শুভেচ্ছান্তে — Meghmollar2017আলাপ০৫:৫১, ২৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 ভাইয়া আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। মূল ধারার বেশিরভাগ পত্রিকায় গোল্ডেন রাইস নামে ছাপা হয়েছে।
1. https://www.bbc.com/bengali/news-47355088.amp
2. https://www.jugantor.com/tech/148956/%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8-%E0%A6%95%E0%A7%80-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B0
3. https://bonikbarta.net/home/news_description/212669/%E2%80%98%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8%E2%80%99-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%81%E0%A6%93-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%AC%E0%A7%87?fbclid=IwAR2LeSyd7sm2fBLg7m379iejPdwLRiJfEyP3rLoErjVkhdtF2FrIjXoRYMg.
তাই এটিকে গোল্ডেন রাইস হিসেবে রাখার অনুরোধ রইলো। — FuadTanvir025 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@FuadTanvir025: জি, অবশ্যই, সম্প্রদায়ের অংশ হিসেবে আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ। আমি শুধু বলতে চাইছি, স্থানান্তরের আগে সম্প্রদায়কে অবহিত করে নিলে সুবিধে হতো। কারণ, সংশ্লিষ্ট বিষয়ে তিনটে টার্ম অনলাইনে, পত্রপত্রিকায় এবং পাঠ্যবইয়ে পাওয়া যায়: গোল্ডেন রাইস, সোনালী চাল এবং স্বর্ণধান। নীতি অনুযায়ী সবচেয়ে জনপ্রিয়টি শিরোনাম হিসেবে থাকে। বাংলা নাম বা পরিভাষা পাওয়া গেলে এই নীতির খানিক ব্যতিক্রম করা হয়, কিন্তু সেটি তেমন চোখে পড়ার মতো নয়। তবে বাকি নামগুলোও নিবন্ধের শীর্ষ অনুচ্ছেদে থাকতে হবে (আপনি মুছে দিয়েছেন দেখতে পাচ্ছি)। নতুন হিসেবে বিষয়টি আপনাকে অবগত করানোই আমার উদ্দেশ্য। কাজেই, ভয় পাবেন না, আস্থা রাখুন এবং সাহসী হয়ে এগিয়ে চলুন  শুভেচ্ছান্তে — Meghmollar2017আলাপ০৬:২৫, ২৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নতুন জন্য আসলে অনেক কিছু বুঝি না। আমাকে শিখিয়ে দিলে অবশ্যই সেটা শেখার চেষ্টা করবো। — FuadTanvir025 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@FuadTanvir025 এবং ShazidSharif2001: ভাই, আপনারা সম্পাদনা যুদ্ধ চালাবেন না। নতুন ব্যবহারকারীদের আমরা সর্বদাই গুরুত্ব দিই; সাথে আলোচনা করে সম্প্রদায়ের পুরনোদের মতামতকেও গুরুত্ব দিই। কাজেই আলোচনা শেষ হওয়ার পূর্বে কোনো পক্ষ থেকেই কোনোরূপ অ্যাকশন, পাল্টাপাল্টি স্থানান্তর কাম্য নয়। আপনারা একটু ধৈর্য ধরুন। আফতাবুজ্জামান ভাইয়া, আপনি কিছু বলুন এ বিষয়ে। — Meghmollar2017আলাপ০৯:৪১, ২৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আদীব সম্পাদনা যুদ্ধ?(ツ)। আমি আলাপ পাতার আলোচনাটি লক্ষ্য করি নি।তাই @আফতাবুজ্জামান: ভাইয়ের নির্দেশিত নামকরণে নামকরণ করেছিলাম।সম্পাদনা যুদ্ধ আমি কখনোই সমর্থন করি না।😊😊। সাজিদ বার্তা দিন ০৯:৪৬, ২৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
বিশেষ:পার্থক্য/4811967 দেখো। সাজিদ বার্তা দিন ০৯:৫১, ২৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@ShazidSharif2001: ভাইয়া, দেখেছি। এই নিয়ে আফতাব ভাইয়ের সাথে অফউইকিতে কথাও হয়েছিল। সে যাক, পাতা তো আগেই স্থানান্তরিত হয়ে গেছে, {{স্থানান্তরের অনুরোধ}} লাগানোরও উপায় নেই। আফতাব ভাইয়ের মন্তব্যের পর সিদ্ধান্ত নিয়ে আলোচনা বন্ধ করে দেওয়া যাবে।  Meghmollar2017আলাপ১০:০২, ২৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
  • গোল্ডেন রাইস নামকরণে   বিরোধিতাবাংলা উইকির নিয়ম হল বাংলা নাম পাওয়া গেলে তা ব্যবহার করা, এমনকি তার ব্যবহার একটু কম হলেও বাংলা নামকে অগ্রাধিকার দেয়া। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, কেবল একটি-দুইটি না, মূল ধারারই বেশিরভাগ পত্রিকাতে "সোনালী চাল" নামটি ব্যবহার করা হয়েছে (আমি লিঙ্ক দিয়ে আলোচনা বড় করলাম না, আপনারা গুগলে অনুসন্ধান করলেই দেখতে পাবেন)। এমনকি মাধ্যমিকের একটি বইয়েও স্বর্ণধান লেখা হয়েছে (কিন্তু তা কম ব্যবহৃত, "সোনালী চাল"-এর মত অধিক নয়)।
    আবার এই যুক্তি দেখানো হয়েছে যে "অফিশিয়ালি এটাকে গোল্ডেন রাইস বলা হয়, এটার বাংলা হবে না", এই নিয়ম কোথায় পেলেন? তাহলে তো বাংলা উইকিতে অর্ধেক নিবন্ধের নামকে ইংরেজি বা অন্য বিদেশি ভাষায় রূপান্তর করে দিতে হবে। আপনার যুক্তিতে তো এখানে ৫টি উইকিবাদে বাকী সকল উইকি ভুল! দুনিয়ার বহু বহু বিদেশি নামকে আমরা বাংলা নামে ডাকি, যার তালিকা করে শেষ করা যাবে না। উইকিতে অফিশিয়াল নাম থাকলেই তাই রাখতে হবে এমন কথা নেই। বেশিদূর যাব না, বছরখানেক আগে বাংলাদেশ সরকার গেজেট প্রকাশ করে অফিশিয়ালভাবে বিভিন্ন জেলার ইংরেজি বানান ও নাম বদলায়; অথচ ইংরেজি উইকিতে অফিশিয়াল নাম ব্যবহার করা হয় না, চট্টগ্রাম এখনো চিটাগাংই আছে সেখানে।
    পরিশেষে, যথেষ্ট প্রচলিত বাংলা নাম থাকা সত্ত্বেও অন্যভাষায় নিবন্ধের নামকরণে বিরোধিতা। বাংলা উইকিতে বাংলা নাম প্রাধান্য পাবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪৫, ২৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
বাংলা শিরোনাম সোনালী চাল -এ স্থানান্তর করা হলো। —ইয়াহিয়া (আলাপঅবদান) ১৬:৩৮, ২৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
"সোনালী চাল" পাতায় ফেরত যান।