আলাপ:সুলতান বিন খলিফা আল নাহিয়ান

সাম্প্রতিক মন্তব্য: Sufidisciple কর্তৃক ৮ বছর পূর্বে "দ্রুত অপসারণ নোটিশ সরানোর অনুরোধ" অনুচ্ছেদে

অপসারণের আপত্তি সম্পাদনা

এই পাতাটি দ্রুত অপসারণ করা উচিত নয় কারণ... দ্রুত আপনি অপসারণ নোটিশটি টাঙ্গীয়ে দেয়ায় বিচলিত হইনি। বিচলিত হয়েছি, অনুবাদ সফটওয়্যারটি ব্যবহার করতে গিয়ে। সেটি থেকে যদি কোন ইউজার একটি অনুবাদ শুরু করে অথচ কোন বিশেষ কারনে তা কিছুটা অসম্পূণ অবস্থায়ও রেখে উঠতে হয়। যা তিনি পরে করবেন, সেটি আর হবার উপায় পেলাম না। ওখানে যে পাবলিশ বাটন রয়েছে তাতে ক্লিক রলে তা লাইভ-পাবলিশ হয়ে যাচ্ছে। এখানে একটি (পাবলিশ টু খেলাঘর) টাইপের বাটন থাকা দরকার। যাতে অনুবাদক তার কাজটি না হারায়। কেউ এসে পাঁচ মিনিটের সংক্ষিপ্ততম সময়ের মধ্যে এসে বুঝে না বুঝে দ্রুত অপসারণ নোটিশ টাঙ্গাতে সুযোগ না পায়।

বিশেষ কারনে আমাকে কিছুক্ষণ বিরতি করতে হয়েছে। তখন অফিসে বসে কাজ করছিলাম। এখন আবার শুরু করেছি বাসায় এসে। মাঝখানে নূণ্যতম সময়ের বিরতি। এখন আপনারা চাইলে তা ডিলিট করেও দিতে পারেন। তবে আমি তা সঠিক পর্যায়ে উন্নয়নের জন্য ব্যাকএ্যান্ডে কাজ শুরু করেছি।
শুভ কামনা রইল। --- Sufidisciple (আলাপ) ১০:৩৭, ২২ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
@Sufidisciple: ইমেইলে আপনার এই "অনুবাদ প্রকাশ" সমস্যার উত্তর দিয়েছি। --আফতাব (আলাপ) ১৪:৪৫, ২২ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

দ্রুত অপসারণ নোটিশ সরানোর অনুরোধ সম্পাদনা

Mamunurrashidkazi এর অনুবাদ সম্পন্ন করা হয়েছে। এখন নোটিশটি রাখার প্রয়োজ না থাকলে তা সরিয়ে নেয়ার অনুরোধ জানানো হল। --- Sufidisciple (আলাপ) ১১:২৫, ২২ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

এমন হতে পারে। একটি কাজ একটু বেশী সময় ধরে করতে হয়। এসব ক্ষেত্রে ‘কাজ চলছে’ এই ট্যাগটি ব্যাবহার করলে ভাল হয়। --মামুন (আলাপ) ০৩:১৩, ২৩ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

Mamunurrashidkazi, শুভ কামনা --- Sufidisciple (আলাপ) ০৬:২৬, ২৩ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

"সুলতান বিন খলিফা আল নাহিয়ান" পাতায় ফেরত যান।