আলাপ:সুকাফা

সাম্প্রতিক মন্তব্য: শরদিন্দু ভট্টাচার্য্য কর্তৃক ২ বছর পূর্বে "অসমীয়া "চ" এর সঠিক প্রতিবর্ণীকরণ" অনুচ্ছেদে

অসমীয়া "চ" এর সঠিক প্রতিবর্ণীকরণ সম্পাদনা

যতদূর মনে হয় অসমীয়া উইকিপিডিয়ার প্রবন্ধের অনুসরণে চুকাফা নামে বাংলা প্রবন্ধ তৈরি হয়েছে। যেখানে প্রকৃতপক্ষে বাংলায় উচ্চারণ "সুকাফা"। এ ছাড়াও বেশ কয়েক জায়গায় অসমীয়া "চ" কে বাংলায় "স" বা "শ" তে পরিবর্তনের প্রয়োজন দেখলাম। এ বিষয়ে কোনও সিদ্ধান্ত বা আলোচনা হয়েছে কী? জানলে সুবিধা হয়। শুভজিৎ (আলাপ) ১৩:৩৯, ২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আপাতত কোনও উত্তর না পাওয়ায় নিবন্ধের প্রয়োজনীয় জায়গায় চ কে স করে দিলাম। প্রয়োজনীয় প্রতিবর্ণীকরণ সবসময় উচ্চারণের বিচারে করা সম্ভব হবে না। অসমীয়া ভাষায় "স", "শ" এর যেরকম উচ্চারণ সেই উচ্চারণটা আদৌ প্রমিত বাংলা ভাষায় নেই। তবে চ কে স করার কাজটাতে কারও আপত্তি থাকবে না বলেই অনুমান করছি। শুভজিৎ (আলাপ) ২২:৪১, ৯ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

@Ajantrik: - এইখানে (বাংলা বিশ্বকোষ তৃতীয় খণ্ড)[১] লক্ষ্য করুন চ কিন্তু শুদ্ধভাবে দেওয়া রয়েছে। অবশ্য শুতীয়া সাম্রাজ্য এবং তিনসুকিয়ার মতো কিছু কিছু ক্ষেত্রে চ শুদ্ধ রাখা হয়নি। - শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ১৮:৪০, ১ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"সুকাফা" পাতায় ফেরত যান।