আলাপ:সিহাহ সিত্তাহ

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে ""সিহাহ সিত্তাহ" নামে স্থানান্তর" অনুচ্ছেদে

"সিহাহ সিত্তাহ" নামে স্থানান্তর সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



@আফতাবুজ্জামান, Owais Al Qarni, Safi Mahfouz, এবং SHEKH: বাংলাদেশের বই-পুস্তকে এই ছয়টি হাদিস গ্রন্থকে একত্রে সিহাহ সিত্তাহ লিখা হয়। ফলে এদেশের মানুষের কাছে এই নামটিই পরিচিত। তাই নিবন্ধটিকে এই নামে স্থানান্তরের প্রস্তাব করছি।≈ MS Sakib  «আলাপ» ০৬:৫৬, ১০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@MS Sakib: সহিহ শব্দের বহুবচন হলো সিহাহ। অর্থাৎ শুদ্ধ। কিছু মতাবলম্বীরা বিশ্বাস করেন সিহাহ সিত্তার ছয়টি কিতাবই পুরোপুরি শুদ্ধ না। কিছু খুঁত আছে। যেহেতু উইকি নিরপেক্ষ, তাই তাদের মতকেও গুরুত্ব দিতে হবে। • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৭:১১, ১০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib: প্রথমে তোমাকে ধন্যবাদ দিতে চাই এটি সামনে আনার জন্য। কখনো খেয়ালই করিনি সিহাহ সিত্তাহ "কুতুব আল-সিত্তাহ" নামে রয়েছে, তাহলে আলোচনা টি আমিই শুরু করতাম। আর মাহফুজ এখানে নিরপেক্ষতার কিছু নেই কারন সিহাহ সিত্তাহ এখন পরিভাষা হয়ে গেছে, সিহাহ সিত্তাহ বলতে সবাই উপরোক্ত ৬টি কিতাবকেই বুঝে যারা মনে করেন এই ছয়টি কিতাব পুরোপুরি শুদ্ধ না, তারাও একে ছিহাহ সিত্তাহ নামেই অবহিত করেন। যা হোক বাংলাভাষী অধিকাংশ মানুষ এই ছয়টি কিতাব একত্রে সিহাহ সিত্তাহ নামেই চিনে, তাই আমার সিহাহ সিত্তাহ নামে স্থানান্তরের পক্ষে   দৃঢ় সমর্থন থাকবে।~SHEKH (বার্তা) ১০:০৪, ১০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni, আফতাবুজ্জামান, SHEKH, এবং MS Sakib: আপনারা সমীচীন মনে করলে আমার আপত্তি নেই। নিরপেক্ষতার আশংকা না থাকলে আমারও মত (ব্যক্তিগতভাবে) সিহাহ সিত্তাহটাই উত্তম মনে হয়। • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১০:৫১, ১০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২০:২১, ১০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
"সিহাহ সিত্তাহ" পাতায় ফেরত যান।