আলাপ:সাহাবি বৃক্ষ
এই পাতাটি সাহাবি বৃক্ষ নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
আসল বয়স কত?
সম্পাদনাবৃক্ষটির আসল বয়স নিয়ে কোন তথ্য পেলাম না। তথ্যসূত্রগুলিতে পরিস্কার বলা নাই। কার্বন ডেট করে গাছের বয়স নির্ণয় করা হয়। এগাছের তেমন কিছু করা হয়নি। নিবন্ধটির প্রাথমিক অনুবাদে গাছটিকে ৫২০ বছরের পুরনো বৃক্ষ বলা হয়েছে। আমাদের নবীজি (সাঃ) জন্মেছেন ৫৭০ সালে, অর্থ্যাৎ আজ থেকে ১৪৫২+ বছর আগে। তিনি যদি সত্যিই এই গাছের নীচে বিশ্রাম নিয়ে থাকেন (আল্লাহ ভাল জানেন) সেহিসেবে গাছের বয়স অবশ্যই ৫২০ হবে না। প্রাথমিক অনুবাদে গাছটির বয়স নিয়ে বিতর্ক আছে-
"ইব্রাহিম মুসা আল-জাকারতি (অধ্যয়ন ও গবেষণা বিভাগের পরিচালক এবং প্রাক্তন রয়্যাল জর্ডানিয়ান জিওগ্রাফিক্যাল সেন্টারের কারিগরি উপদেষ্টা) নিশ্চিত করেছেন যে বাকিয়াবিয়া উপত্যকার মধ্য দিয়ে যাওয়া কোনো বাণিজ্যিক বা তীর্থযাত্রার রাস্তা নেই এবং তার বয়স জর্ডানের কৃষি মন্ত্রণালয় দ্বারা পরিচালিত পরীক্ষার ভিত্তিতে ৫২০ বছরের বেশি নয়।"
অনুগ্রহ করে কেউ যথাযথ তথ্যসূত্র পেলে নিবন্ধটির যথার্থ তথ্য দিয়ে উন্নয়ন করবেন।~ ফায়সাল বিন দারুল (২০২২) ০৫:৫৯, ২১ নভেম্বর ২০২২ (ইউটিসি)