আলাপ:সাজ্জাদ নোমানি

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২ বছর পূর্বে "নাম পরিবর্তন" অনুচ্ছেদে

নাম পরিবর্তন সম্পাদনা

@আফতাবুজ্জামান: ওনার বাবার নাম মনজুর নোমানী, ওনিও সংক্ষিপ্ত নাম সাজ্জাদ নোমানি নামে পরিচিত। টুইটার ভেরিফাইড আইডিতে তিনি সাজ্জাদ নোমানি ব্যবহার করেন। ইংরেজিতেও এটি ব্যবহৃত হয়েছে। নিবন্ধের নাম সাজ্জাদ নোমানি করা হোক।–ধর্মমন্ত্রী (আলাপ) ০৯:৩৩, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

করা হয়েছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৯, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"সাজ্জাদ নোমানি" পাতায় ফেরত যান।