আলাপ:সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম

সাম্প্রতিক মন্তব্য: Yahya কর্তৃক ১ বছর পূর্বে "জুলাই ২০২২" অনুচ্ছেদে

জুলাই ২০২২ সম্পাদনা

  উইকিপিডিয়ায় স্বাগতম। যদিও এই বিশ্বকোষে গঠনমূলক অবদান রাখার জন্য সকলেই স্বাগত, কিন্তু নিবন্ধগুলো কোনো কারণ ছাড়াই স্থানান্তর করা উচিত নয়, যা আপনি সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ-এর ক্ষেত্রে করেছেন। নিবন্ধের এমন একটি নাম থাকা দরকার যা একইসাথে সঠিক এবং সহজাত। এটিতে সহায়তার জন্য উইকিপিডিয়ায় কিছু নির্দেশিকা রয়েছে। সাধারণত, যদি বর্তমান নামটি এই নির্দেশিকাগুলি অনুসরণ না করে তবে কোনও পাতা কেবলমাত্র নতুন শিরোনামে স্থানান্তরিত হওয়া উচিত। এছাড়াও, যদি কোনও পাতার শিরোনাম নিয়ে আলোচনা করা হয়, তবে কেউ পৃষ্ঠাটি স্থানান্তর করার পূর্বে ঐকমত্যের প্রয়োজন হবে। বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানার জন্য স্বাগতম পাতাটি একবার দেখুন।

প্রিয় ভাই!! আপনি মূলত স্পষ্ট WP:VAND চালাচ্ছেন। আপনার দুইটা সম্পাদনার জন্য আমি ধন্যবাদ দিয়েছি, আশা করি পেয়েছেন। তবে এই নামটি আমি স্থানান্তর (যে কারন দিয়েছি, ওয়েবসাইট ও লোগো) করার পরে, একই কারন দেখিয়ে (ওয়েবসাইটে নাম) পাতা পুনরায় স্থানান্তর করেছেন। কোথায় ওয়েবসাইটের নামের শেষে চট্টগ্রাম লেখা নেই, আমি এখনো স্পষ্ট লেখা দেখতে পাচ্ছি। ভাই, এরকম করবেন না, এরকম করলে বাধাপ্রাপ্ত হবেন, আমি এইবারের মত কোন প্রশাসককে মেনশন করলাম না। আমি যথাযথ সম্পাদনা করবেন, এই আশা রাখি। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৬:২৭, ২৬ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@DeloarAkram আজব!! আপনি কয়েকদিন যাবৎ আমার কাজ নিয়ে পিছনে পড়ে আছেন। আপনি কলেজের নামটি খেয়াল করলে দেখতে পারবেন কলেজের নামের সাথে স্থানের আগে কমা ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটি স্থান নির্দেশে ব্যবহৃত হয়েছে, কোন সরকারি অফিসিয়াল নামে স্থানের নাম থাকলে কমা থাকে না। আর ওয়েবসাইটের বিষয়ে আসি আপনি রাজশাহী কলেজের ওয়েবসাইটে যান ওখানে গেলে একই বিষয় দেখতে পাবেন তাই বলে কি আপনি রাজশাহী কলেজের নাম রাজশাহী কলেজ, রাজশাহী রেখে দিবেন। সেটা তো হয় না। আর চট্টগ্রাম মহসিন কলেজ নামে গুগলে সার্চ দিলে কলেজ গেটের যে ছবি পাবেন সেখানে স্থানের নাম নাই। এটাতে ও যদি না হয় তাহলে কলেজ কোড দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইটে খুজে দেখুন সেখানে স্থানের নাম নাই। RX720 (আলাপ) ০৬:৫৯, ২৬ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram কলেজের নামের ক্ষেত্রে ধ্বংসপ্রবণতা আপনিই চালিয়েছেন।RX720 (আলাপ) ০৭:০২, ২৬ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RX720 কারন আপনি আলোচনা না করেই একটি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, যাই নেওয়া উচিত নয়। এইকারনে আপনার ভুলগুলো আমার চোখে পরছে। সব প্রতিষ্ঠানের নামের শেষে স্থানের নাম ব্যবহার করা হয়না, আবার কতকের হয়। তাই তাদের অফিশিয়াল লোগো, ওয়েবসাইট বা নথিপত্র দেখে নামকরণ করা যেতে পারে। উক্ত প্রতিষ্ঠানের লোগোতে স্থানের নাম ব্যবহার করা আছে (লোগোতে কমা দিয়ে লেখা আছে, ওয়েবসাইটে কমা ছাড়া লেখা আছে) আপনি স্থানের নামটাই মুছে দিয়ে ভুল করেছেন। এরজন্য কোন আলোচনাও করেননি। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৭:৩২, ২৬ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkramহ্যা আমি আলোচনা না করে পরিবর্তন করে ভুল করেছি, কিন্তু আপনি কি আলোচনা করে পরিবর্তন করছেন? যাইহোক আপনি জাবি এর ওয়েবসাইটে মুহসিন কলেজের কলেজ কোড(4305) Enter করে দেখুন নামের শেষে স্থানের নাম নাই। RX720 (আলাপ) ০৭:৪৯, ২৬ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RX720 এটা কোন নির্ভরযোগ্য যুক্তি নয়। @Yahya ভাই। ভাই, কলেজের ওয়েবসাইটে ও লোগোতে (নিবন্ধে রয়েছে) উভয় স্থানেই নিবন্ধের শেষে চট্টগ্রাম লেখা আছে। সুতরাং সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম নামে স্থানান্তর করে দিন। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৯:১০, ২৬ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram সরকারি কাগজপত্র নির্ভরযোগ্য না হলে, আপনার কাছে কোন যুক্তিটা নির্ভরযোগ্য মনে হয় একটু খুলে বলবেন!! RX720 (আলাপ) ০৯:১৫, ২৬ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya ভাই!!! নিবন্ধটা সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম নামে স্থানান্তর করে দেন। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৭:২৯, ২৬ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RX720 আমি কলেজের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের নাম অনুসারে স্থানান্তর করলাম। কোনও নিবন্ধের নাম আপত্তি থাকলে দয়া করে আগে আলোচনা করে নিন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:৪৮, ২৬ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম" পাতায় ফেরত যান।