আলাপ:সরকারি কেশব চন্দ্র কলেজ

সাম্প্রতিক মন্তব্য: Wikitanvir কর্তৃক ১৪ বছর পূর্বে "নাম পরিবর্তনের সুপারিশ (ব্যাকরণগত ভুল)" অনুচ্ছেদে

নাম পরিবর্তনের সুপারিশ (ব্যাকরণগত ভুল) সম্পাদনা

কে, সি, কলেজ, ঝিনাইদহ লেখা আছে, কিন্তু বাংলা ব্যাকরণের নিয়মানুসারে হওয়ার কথা কে. সি. কলেজ, ঝিনাইদহ। কারণ কোনোকিছু অ্যাভ্রিভিয়েটেড ফর্ম যুক্ত করতে ডট-ই ব্যবহৃত হয়। নাম হিসেবে ব্যবহৃত হয়ে থাকলে অন্য কথা।--তানভির (আলাপ | অবদান) ১৩:১৮, ৩১ আগস্ট ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

কলেজটির সরকারি ও সম্পূর্ণ নাম কি?--জয়ন্ত (আলাপ | অবদান) ১৮:২৯, ৩১ আগস্ট ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
যতোদূর জানি, করোটিয়া সাদত কলেজ, ঝিনাইদহ। সিওর হতে একটু সময় লাগবে। হ্যাঁ, পুরো নামেই নিবন্ধ শুরু করা যায়।--তানভির (আলাপ | অবদান) ১৮:৩৬, ৩১ আগস্ট ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
করোটিয়া টাঙ্গাইলে। তাছাড়া সাদত লিখে এস দিয়ে, সি দিয়ে নয়। এটা অন্য কোনো নামের সংক্ষিপ্ত রূপ। --রাগিব (আলাপ | অবদান) ১৯:১৫, ৩১ আগস্ট ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

আমার মতে বিশ্বকোষীয় এন্ট্রিতে পুরো নামটি থাকাই ভাল। নামসংক্ষেপটি দিয়ে রিডায়ারেক্ট করে রাখা যায়। --অর্ণব দত্ত ১৯:১৩, ৩১ আগস্ট ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ, রাগিবভাই। আন্তরিকভাবে দুঃখিত। কে দেখে করোটিয়া মাথায় ঢুকে গিয়েছিলো। আমি আশার করছি কালই পুরোটা জানাতে পারবো।--তানভির (আলাপ | অবদান) ১৯:২১, ৩১ আগস্ট ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
কলেজটির পুরো নাম সরকারী কেশব চন্দ্র কলেজ, ঝিনাইদহ সংক্ষেপে সরকারী কে. সি. কলেজ, ঝিনাইদহ। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় জানাতে দেরি হলো। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত।--তানভির (আলাপ | অবদান) ০৩:৩৯, ২ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
"ঝিনাইদহ" কি অফিশিয়াল নামের অংশ? --রাগিব (আলাপ | অবদান) ১৮:২০, ৫ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
না, আমার সোর্স আমাকে বলেছে, সরকারী কেশব চন্দ্র কলেজ, ঝিনাইদহে কলেজটি অবস্থিত।--তানভির (আলাপ | অবদান) ১৮:৩৫, ৫ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
তবে ব্যাপারটি নিয়ে আরেকটু নিশ্চিত হবার প্রয়োজন আছে। সচারচর বিশ্ববিদ্যালয় ছাড়া, এধরনের প্রতিষ্ঠানে সাথে জেলার নাম জুড়ে দেওয়া হয়। সেটা অনেকক্ষেত্রে অফিসিয়ালি।--তানভির (আলাপ | অবদান) ১৮:৪২, ৫ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
"সরকারি কেশব চন্দ্র কলেজ" পাতায় ফেরত যান।