সরকারি কেশব চন্দ্র কলেজ

বাংলাদেশের ঝিনাইদহ জেলার সরকারি কলেজ

সরকারি কেশব চন্দ্র কলেজ (ইংরেজি: Govt. Keshab Chandra College) বাংলাদেশের ঝিনাইদহ জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান। এর যাত্রা ১৯৫৯ সালের ২০ই নভেম্বর ঝিনাইদহ শহরের প্রখ্যাত মটরগাড়ী ব্যবসায়ী বাবু কেশব চন্দ্র পাল মহাশয়ের দানপত্রে স্বাক্ষরদানের মাধ্যমে শুরু হয়।[]

সরকারি কেশব চন্দ্র কলেজ
প্রধান প্রবেশদ্বার
নীতিবাক্যমানুষ হওয়ার জন্য শিক্ষা
ধরনসরকারি কলেজ
স্থাপিত২০ নভেম্বর ১৯৬০; ৬৩ বছর আগে (1960-11-20)
প্রতিষ্ঠাতাবাবু কেশব চন্দ্র পাল
অধ্যক্ষঅধ্যক্ষ অশোক কুমার মৌলিক
শিক্ষার্থী১২,০০০ (প্রায়)
অবস্থান,
২৩°৩২′৪৪″ উত্তর ৮৯°১০′১৩″ পূর্ব / ২৩.৫৪৫৫৩২০° উত্তর ৮৯.১৭০১৩৯৩° পূর্ব / 23.5455320; 89.1701393
শিক্ষাঙ্গনশহুরে ৯.০২ একর (৩৬,৫০০ মি)
সংক্ষিপ্ত নামকে.সি.কলেজ
অধিভুক্তিবাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটwww.kccollege.edu.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

১৯৬০ সালের তৎকালীন ঝিনাইদহ মহকুমার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় এটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন ঝিনাইদহ শহরের বিশিষ্ট সমাজসেবক বাবু কেশব চন্দ্র পাল এই কলেজটির প্রতিষ্ঠাতা পুরষ। তিনি কলেজটির মূলভবন (বর্তমান এটি অধ্যক্ষের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে) ও জমি দান করেন এবং তার নামানুসারে কলেজটির নামকরণ করা হয়। ঝিনাইদহ মহকুমার তৎকালীন এসডিও জনাব এম.কে আনোয়ার (সিএসপি) এই কলেজটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে কলেজটি সরকারিকরণ করা হয়।[]

শিক্ষা কার্যক্রম

সম্পাদনা

বর্তমানে প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, ১৪টি বিষয়ে স্নাতক ও ৫টি বিষয়ে স্নাতকোত্তর শ্রেণীতে সর্বমোট ১২০০০ ছাত্রছাত্রী কে পাঠদান করা হচ্ছে।

বিভাগসমূহ

সম্পাদনা
  • এইচ.এস.সি
    • বিজ্ঞান বিভাগ
    • বাণিজ্য বিভাগ
    • মানবিক বিভাগ
  • বাংলা বিভাগ
  • পদার্থবিজ্ঞান বিভাগ
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • দর্শন বিভাগ
  • গণিত বিভাগ
  • রসায়ন বিভাগ
  • অর্থনীতি বিভাগ
  • ব্যবস্থাপনা বিভাগ
  • ইতিহাস ও সাংস্কৃতি বিভাগ
  • উদ্ভিদ বিজ্ঞান বিভাগ
  • হিসাব বিজ্ঞান বিভাগ
  • প্রণিবিজ্ঞান বিভাগ

সহশিক্ষা কার্যক্রম

সম্পাদনা

পাঠ গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীরা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, রোভার স্কাউট, গার্ল-ইন-রোভার এবং রেডক্রিসেন্ট এর মতো সমাজসেবামূলক কাজের সাথে সম্পৃক্ত। তাছাড়া এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিতভাবে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

চিত্রশালা

সম্পাদনা

প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৪ 
  2. "Official website / K.C. college , Jhenaidah"। ৯ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৪