আলাপ:সংখ্যাগত ধর্ম

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৫ বছর পূর্বে "নাম" অনুচ্ছেদে

নাম

সম্পাদনা

জানিয়ে রাখি যে, ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত ড. রবীন্দ্রনাথ মাইতি, ড. নিমাই তেওয়ারী, ড. সবিতাব্রত রায় লিখিত "রসায়ন দ্বাদশ শ্রেণি" বইয়ের ২.১০ নং এ এটির দুটি পরিভাষা দেয়া আছে: "সংখ্যাগত ধর্ম" বা "সমাবর্তী ধর্ম"। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৪২, ৭ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: - ছায়া প্রকাশনীর বইগুলি তথ্যসূত্র হিসেবে উল্লেখজোগয় নয়। এগুলো পরীক্ষা পাশ করা চোতা বই ছাড়া কিছু নয়। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৩:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Bodhisattwa: আমি ব্যবহারকারী শরদিন্দু ভট্টাচার্য্যের সাহায্যে নিয়ে পরিভাষাটি নিয়েছি। এর থেকে ভালো বই থেকে পরিভাষা পাওয়া গেলে নিবন্ধের নাম পরিবর্তন করে দিতে পারো। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৪, ৮ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
"সংখ্যাগত ধর্ম" পাতায় ফেরত যান।