আলাপ:শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়

সাম্প্রতিক মন্তব্য: Factcheckerhuman কর্তৃক ১ বছর পূর্বে "বিশ্ববিদ্যালয়ের সঠিক নাম প্রসঙ্গে" অনুচ্ছেদে

বিশ্ববিদ্যালয়ের সঠিক নাম প্রসঙ্গে সম্পাদনা

@প্রিয় DeloarAkram, সম্প্রতি আপনি এই পাতাটির নাম শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় থেকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়, জামালপুর-এ পরিবর্তন করেছেন। আমার আলাপ পাতায় এক আলোচনাতেও আপনি “বিশ্ববিদ্যালয়ের নাম শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়, জামালপুর হবে” বলে মন্তব্য করেছিলেন।

আপনার দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে, এই বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল নাম প্রকৃতপক্ষে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়-ই। বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড এবং ইউজিসির ওয়েবসাইটে নামের অংশ হিসেবে ‘জামালপুর’ শব্দটি যুক্ত নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও বিশ্ববিদ্যালয়ের নাম সংক্ষেপে ‘SFMU’ লেখা হয়েছে। লক্ষ্য করুন, এখানে নামে অংশ হিসেবে জামালপুরের প্রথম বর্ণ 'J' অনুপস্থিত। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পাতাও ঘুরে আসতে পারেন। সেখানেও লেখা হয়েছে, 'Sheikh Fazilatunnesa Mujib University - SFMU, Jamalpur'।

সুতরাং, উল্লিখিত একাধিক স্বাধীন উৎস থেকে এটা নিশ্চিত হওয়া যায় যে, বিশ্ববিদ্যালয়টির অবস্থান বোঝানোর জন্য নামের পরে কমা দিয়ে জামালপুর লেখা হয়েছে, তবে তা প্রকৃত নামের অংশ নয়। একইভাবে লোগোতেও জামালপুর শব্দটি যুক্ত করা হয়েছে অবস্থান বোঝানোর জন্য। এসব কারণে প্রকৃত নাম নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে অনুমিত হয়।

উপরের আলোচনা মাথায় রেখেই এই পাতা এবং সংশ্লিষ্ট বিষয়শ্রেণীর নাম ঠিক কী হওয়া উচিত, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া যুক্তিযুক্ত হবে বলে মনে করি। Factcheckerhuman (আলাপ) ১৬:২৬, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Factcheckerhuman আমাকে মেনশন করার জন্য ধন্যবাদ। আমাদের ক্যাম্পাস থেকে নাম বিভ্রাট সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। যাইহোক, আপনার যুক্তি ও প্রমাণগুলো নিরেপক্ষভাবে যাচাই ও চিন্তা করে দেখলাম।
আসলে নামের সংক্ষিপ্তরূপে অনেক সময় তারা স্থানের নাম রাখেনা। আপনি এই তালিকায় http://www.ugc-universities.gov.bd/private-universities গেলে দেখতে পাবেন অনেক বিশ্ববিদ্যালয়ের শেষে স্থানের নাম রয়েছে, তবে সেটি ওয়েবসাইটে বা প্রধান ফটকে নাও থাকতে পারে। সাস্টের প্রধান ফটকের বাংলা ও ইংরেজিতে স্থানের নাম থাকলেও নিবন্ধে নেই। আপনার দেওয়া সবগুলো প্রমাণের মধ্যে ইউজিসির প্রমাণটা বড় প্রমাণ। তবে আপনার দেওয়া প্রমাণের
  • ওয়েবসাইটে
  • ফেসবুকে পেজে
  • এবং লোগোতে স্থানের নাম থাকায় আমি শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়, জামালপুর রাখার সিদ্ধান্তটা নিচ্ছি। আমার ধারণা আরো কেউ বিষয়টা যাচাই করলে একটা ভালো সিদ্ধান্তে পৌঁছানো যাবে।
Deloar Akram (আলাপঅবদানলগ) ১৬:৪৭, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, @Mehediabedin মন্তব্য করতে পারেন। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৬:৪৯, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram @Factcheckerhuman ইউজিসি বা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠানটির নাম যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই লেখা উচিত। তবে একই নামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকলে সেক্ষেত্রে নামের শেষে জেলার নাম উল্লেখ করে দেওয়া যেতে পারে। মেহেদী আবেদীন ১৬:৫৩, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমি বিশ্ববিদ্যালয়ওয়ালাদের মনের খবর জানি না, তবে খুব সম্ভবত এখানে নামের সাথে জামালপুর বসবে না। বিভ্রান্তি হল তারা কোথাও ব্যবহার করেছে, কোথাও করেনি। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০০, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin আমি ইউজিসির উপরও বিশ্বাস রাখতে পারছিনা। আমাদের ক্যাম্পাসের মূল নাম ইসলামী বিশ্ববিদ্যালয় প্রমাণ দেখুন (http://bdlaws.minlaw.gov.bd/act-details-609.html)। ইউজিসির ওয়েবসাইটে আগে সেটাই লেখা ছিলো। তবে ইউজিসি এখন ইউজিসি ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ লিখে, দেখুন এখানে। এইজন্য ইউজিসি সর্বোচ্চ গুরুত্ব দিতে পারছিনা। আমার মনে হচ্ছে এখানে আলোচনা করে সিদ্ধান্ত নিতে অসুবিধা নেই। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৭:০২, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram ভালো হতো যদি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এই ব্যাপারে মতামত পাওয়া যেতো। তারাই ভালো জানবে। মেহেদী আবেদীন ১৭:০৭, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram, আমি যে উৎসগুলো দিয়েছি তাতে তো স্থানের নাম আছে, সেটি আমিও বলেছি। তবে আমার বিবেচনায় তা বিশ্ববিদ্যালয়ের মূল নামের অংশ বলে মনে হয়নি।
@DeloarAkram, @Mehediabedin ও @আফতাবুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোডকৃত এই নোটিশটি খেয়াল করুন। এখানে লেটারহেড প্যাড ব্যবহৃত হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের নাম কেবল শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটি-ই লেখা আছে। আমার মনে হয় না এরপর আর এটা নিয়ে নতুন করে ব্যাখ্যার প্রয়োজন হবে। এখন আপনারা সিদ্ধান্ত নিন। Factcheckerhuman (আলাপ) ০৩:৫৩, ১১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Factcheckerhuman, করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০২, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, অশেষ ধন্যবাদ। আসলে হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আমরা সবাই যদি একটু দেখে-শুনে-বুঝে সময় নিয়ে পরিবর্তনগুলো করি, সেটি সঠিক হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। Factcheckerhuman (আলাপ) ১০:১৩, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়" পাতায় ফেরত যান।