আলাপ:শিক্ষা মনোবিজ্ঞান

সাম্প্রতিক মন্তব্য: FARMER কর্তৃক ১ বছর পূর্বে "অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২" অনুচ্ছেদে

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ সম্পাদনা

সুপ্রিয় @Arafat Rahman1136:, বাংলা উইকিপিডিয়ার অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে অভিনন্দন। এই নিবন্ধের অনুবাদে যান্ত্রিকতা পরিলক্ষিত হচ্ছে। অনেক ক্ষেত্রেই আক্ষরিক অনুবাদ করা হয়েছে। দয়া করে নিবন্ধটি আরেকবার ভালো করে পড়ে দেখুন এবং রচনাশৈলী আরও বোধগম্য করার চেষ্টা করুন। এছাড়া নিবন্ধে একটি তথ্যসূত্রের শৈলীও ঠিক নেই। অনুগ্রহ করে আগামী ৩ দিনের মধ্যে নিবন্ধের মানোন্নয়ন সম্পন্ন করুন। ৩ দিন পরে আমি আবার পর্যালোচনা করব। এছাড়া কোন জিজ্ঞাসা থাকলে তা আমাকে নির্দ্বিধায় করতে পারেন। -- কৃষক (আলাপ) ১১:২৩, ২৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Arafat Rahman1136, সুধী বাংলা উইকিপিডিয়ার অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২-এ অংশ নিয়ে আপনি শিক্ষা মনোবিজ্ঞান নিবন্ধটি জমা দিয়েছেন। কিন্তু প্রতিযোগিতার নিয়মাবলি অনুযায়ী যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ ইত্যাদির মত অনুবাদ কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। কিন্তু আপনার নিবন্ধে অনেক যান্ত্রিকতা রয়েছে। এছাড়া প্রতিযোগিতার পর্যালোচনার নিয়ম অনুযায়ী আপনাকে তিন (০৩) দিন সময় দেয়া হলেও আপনি নিবন্ধের যান্ত্রিকতা ঠিক করেননি। তাই আপনার জমাকৃত নিবন্ধটি গ্রহণ করতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। -- কৃষক (আলাপ) ১১:২৪, ২৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"শিক্ষা মনোবিজ্ঞান" পাতায় ফেরত যান।