আলাপ:শাজাহান খান

সাম্প্রতিক মন্তব্য: Fahim fanatic কর্তৃক ৫ বছর পূর্বে "নৌ-মন্ত্রী সম্পর্কিত সমালোচনা" অনুচ্ছেদে

নৌ-মন্ত্রী সম্পর্কিত সমালোচনা সম্পাদনা

সুপ্রিয় @NahidSultan: ভাই, আজকে প্রথম আলো পত্রিকায় নৌমন্ত্রীর বিভিন্ন সমালোচনা মুলক মন্তব্যের একটা তালিকা দেওয়া হয়েছে। অর্থাৎ, এরকম তথ্যের গ্রহণযোগ্যতা আছে। বিশ্বকোষীয় নিবন্ধে, একজন মন্ত্রীর বিভিন্ন সময়কার বিতর্কিত মন্তব্য এবং সেসময়কার সমালোচনা থাকবে না, এরকম কোনো নিয়ম আছে কী? ইংরেজি বিশ্বকোষীয় নিবন্ধে ডেইলি মেইল নিবন্ধে, এই ট্যাবলয়েড পত্রিকাটি কখন কখন বিতর্কিত নিবন্ধ ছেপেছে, কী বিষয়ে ছেপেছে, তাও বর্নিত আছে, তাহলে নৌমন্ত্রীর বেলায় কেন নয়? এখন নিবন্ধটির সমালোচনা অনুচ্ছেদে যেভাবে তথ্য প্রদর্শিত হচ্ছে তা হলো, শাজাহান খান বিভিন্ন সময়ে তার বক্তব্য ও অবস্থানের কারণে সমালোচনার মুখমুখি হয়েছেন।[৩][৪]যদিও বিতর্কের মুখে তা প্রত্যাহার করেন এখানে, বিতর্ক বলতে কোন বিতর্ক বুঝানো হচ্ছে তা কী প্রশ্ন থেকে যায় না? উনি তো বিভিন্ন সময়ে অনেক বিতর্কিত বক্তব্য দিয়েছেন, তাহলে কোন বক্তব্য তিনি প্রত্যাখান করলেন?

এছাড়াও বর্ষবরণের সময় দেওয়া তার বক্তব্য, লাইসেন্স কাদেরকে দিতে হবে, এই বিষয়গুলোতে তার যে অবস্থান ছিল, এগুলো বিশ্বকোষীয় নিবন্ধে কেন থাকবে না, তা বুঝতে পারলাম না। চলচ্চিত্রপরিচালক তারেক মাসুদ এর মৃত্যুর পর রায়ে তার পরোক্ষ মদদেই গোটা দেশে অচলাবস্থা সৃষ্টি হয়, এখন সেসময়কার ঘটনার সময় তার অবস্থান কেমন ছিল, সেটা বিশ্বকোষীয় নিবন্ধের শাজাহানা খান নিবন্ধের পাঠকদের জানাটা কী উচিত নয়?

এছাড়াও ২০১৮-র নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে উঠার পিছনে এই মন্ত্রীর অভিব্যক্তি বেশ অনেকটাই দায়ী। কিন্তু সংবাদ সম্মেলনে তার অবস্থান নিয়ে প্রকৃত তথ্য বর্তমান নিবন্ধে রাখা হয় নি। এগুলোতো মুল ঘটনার বাস্তবতাকে সঠিক ভাবে ফুটিয়ে তুলছে না। Fahim fanatic (আলাপ) ০৯:০৩, ৭ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আমি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা লিখবো। তবে আগের সংস্করণটিতে যেভাবে বর্ণনা ছিলো সেটা অনেকটা সংবাদপত্রের বর্ণনার মত। কোন একটি প্রতিষ্ঠানের নিবন্ এবং জীবত ব্যক্তির নিবন্ধের মধ্যে পার্থক্য আছে :) ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৪৬, ৭ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@NahidSultan: নিবন্ধটির সমালোচনা অংশে বানানগত ভূল এবং কিছুটা অসংলগ্নতা আছে। এ সমস্যাটি দ্রুতই সমাধান করা উচিত। এটি শুধুমাত্র একটি রিমাইন্ডারFahim fanatic (আলাপ) ১৩:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
"শাজাহান খান" পাতায় ফেরত যান।