আলাপ:লেনদেনের প্রমাণপত্র

সাম্প্রতিক মন্তব্য: RockyMasum কর্তৃক ৪ বছর পূর্বে "নিবন্ধের নাম" অনুচ্ছেদে

নিবন্ধের নাম সম্পাদনা

নিবন্ধের নাম ভাউচারের পরিবর্তে "রসিদ" করা করার প্রস্তাব করছি।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৭:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@RockyMasum: প্রথম এ আপনাকে স্বাগতম জানাচ্ছি Rocky ভাই।এটি ভাউচার হিসেবে হিসাববিজ্ঞান এ ব্যাবহার করা হয়। ভাউচার আর রশিদ আলাদা। - Skh sourav halder (আলাপ) ১৮:১৪, ২৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
বিষয়ভিত্তিক হলে ঠিকই আছে। তবে, নিবন্ধের অভ্যন্তরে ইংরেজি শব্দের আধিক্য রয়েছে। বাংলা শব্দ প্রাধান্য দিয়ে যথাসম্ভব ইংরেজি বর্জন করতে হবে। ধন্যবাদ - Suvray (আলাপ) ১৮:৩০, ২৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
  বিরোধিতা ভাউচার ও রসিদ দুটি ভিন্ন বিষয়। ভাউচার কোন নির্দিষ্ট পণ্যের উপর টাকার মূল্যে পরিমাপযোগ্য বন্ড, অন্যদিকে রসিদ এক ধরনের প্রাপ্তি-স্বীকারসূচক পত্র, যা হতে পারে বিভিন্ন প্যাকিং তালিকা, প্যাকিং স্লিপ, প্যাকেজিং স্লিপ, শিপিঙের তালিকা, ডেলিভারির তালিকা, পার্সেলের বিল ইত্যাদি। ফলে, দুটি আলাদা নিবন্ধ হওয়ার মত বিষয়।--ওয়াকিম (আলাপ) ২১:২৭, ২৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
বিষয়টি পরিষ্কার করার জন্য ধন্যবাদ।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৮:১৪, ৩০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
"লেনদেনের প্রমাণপত্র" পাতায় ফেরত যান।