আলাপ:লিসা দেল জোকোন্দো/ভালো নিবন্ধ ১

সাম্প্রতিক মন্তব্য: MS Sakib কর্তৃক ১ বছর পূর্বে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা সম্পাদনা

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: আমি নিবন্ধটির পর্যালোচনা শুরু করছি। Yahya (আলাপ · অবদান) ২১:২৬, ১১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা সম্পাদনা

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):  
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):  
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):  
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):  
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):  
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):  
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):  
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:  
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):  
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):  
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:  


পর্যালোচনা শেষে নিবন্ধটিকে ভালো নিবন্ধ হিসেবে ঘোষণা করা হলো। @MS Sakib: প্রধান পাতার জন্য সারাংশ তৈরি করে দেওয়ার অনুরোধ করছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:৫২, ৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya প্রধান পাতার জন্য সারাংশ তৈরির পাশাপাশি উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৫৩ তৈরি করেছি। ≈ MS Sakib  «আলাপ» ১৬:৩৮, ৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার জন্য সারাংশ সম্পাদনা

 
মোনা লিসা চিত্রকর্ম

লিসা দেল জোকোন্দো (১৫ জুন ১৪৭৯ – ১৫ জুলাই ১৫৪২) ছিলেন একজন ইতালীয় সম্ভ্রান্ত নারী। তিনি ফ্লোরেন্সতোসকানার গেরার্দিনি পরিবারের সদস্য ছিলেন। ইতালীয় রেনেসাঁর সময়ে লিওনার্দো দা ভিঞ্চি তার প্রতিকৃতি হিসেবে জগদ্‌বিখ্যাত মোনা লিসা চিত্রকর্মটি এঁকেছিলেন বলে বিবেচনা করা হয়। তার বাবা ছিলেন আন্তনমারিয়া দি নলদো গেরার্দিনি এবং মা লুক্রেজিয়া দেল কাচ্চা। ১৪৯৫ সালের ৫ মার্চে ১৫ বছর বয়সে কাপড়রেশম ব্যবসায়ী ফ্রান্সেসকো দেল জোকোন্দোর সাথে তার বিয়ে হয়। লিসা-ফ্রান্সেস্কো দম্পতির পাঁচজন সন্তান ছিল। ১৫০৩ সালে লিওনার্দো দা ভিঞ্চি ফ্রান্সেসকোর ফরমায়েশ পেয়ে লিসা দেল জোকোন্দোর প্রতিকৃতি আঁকা শুরু করেন। বিংশ শতাব্দী পর্যন্ত মোনা লিসা ছবিতে আঁকা নারীর পরিচয় সম্পর্কে বেশ বিতর্ক থাকলেও ২০০৫ সালে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে আবিষ্কৃত হওয়া একটি বইয়ের ডান মার্জিনে আগোস্তিনো ভেসপুচ্চির লেখা একটি টীকার মাধ্যমে সব জল্পনার অবসান ঘটিয়ে সন্দেহাতীত ভাবে মোনা লিসার সাথে লিসার সম্পর্ক প্রতিষ্টিত হয়। বাকি অংশ পড়ুন...

"লিসা দেল জোকোন্দো/ভালো নিবন্ধ ১" পাতায় ফেরত যান।