অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/নিবন্ধ পর্যালোচনা সম্পাদনা

সুপ্রিয় @Anupamdutta73:, বাংলা উইকিপিডিয়ার অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে অভিনন্দন। এই নিবন্ধটি পড়ে আমার উপলব্ধি হল, এটি অনুবাদে বা সম্প্রসারণে যথেষ্ট যত্ন নেয়া হয়নি। যেনতেনভাবে করা হয়েছে। উদাহরণস্বরূপ জেলা নামক অনুচ্ছেদটি ২ বার আছে! এছাড়া কিছু জায়গায় যান্ত্রিক অনুবাদও পরিলক্ষিত হচ্ছে। অনুগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আগামী ৩ দিনের মধ্যে নিবন্ধটিকে একটি গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে আসুন। অন্যথায় এটি গৃহীত করা সম্ভবপর হবে না। -- মাসুম-আল-হাসান (আলাপ) ০৫:৩৯, ২২ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@RockyMasum হাসান দা, লাদাখ নিবন্ধ টি ঠিক করে দিয়েছি। অনুপম দত্ত (আলাপ) ১৩:১৯, ২৩ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Anupamdutta73: এখনো ইংরেজি এবং বাংলা নিবন্ধের মধ্যে বৈসাদৃশ্য দেখাতে পাচ্ছি। এছাড়া অনুবাদ বেশ কিছু জায়গায় আরও উন্নতি করা সম্ভব। আশা করি দ্রুতই বিষয়গুলি সমাধান করবেন।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৭:৫২, ১৫ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RockyMasum, সব কটি অনুচ্ছেদ কি অনুবাদ করতে হবে ? -- অনুপম দত্ত (আলাপ) ০৭:১৬, ১৬ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Anupamdutta73: প্রতিযোগিতার নিয়মানুযায়ী, "নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করতে হবে, অসম্পূর্ণ-অর্ধ অনুবাদ গ্রহণযোগ্য হবে না।"--মাসুম-আল-হাসান (আলাপ) ১১:২৪, ১৬ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@RockyMasum, দাদা ঠিক করেছি। দেখুন হয়েছে কিনা ? -- অনুপম দত্ত (আলাপ) ১৩:০৮, ১৬ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Anupamdutta73: একটি কথা না বলে পারছি না, আপনি পর্যালোচকদের কাজ অনেক কঠিন করে দিয়েছেন। আপনার সকল নিবন্ধেই একই সমস্যা দেখতে পাচ্ছি। এই নিবন্ধ কয়েকবার পর্যালোচনা করে আপনাকে সমস্যাগুলো আপনাকে জানিয়েছিলাম। তারপরেও এখনো বেশ কিছু জায়গায় সমস্যা থেকে গিয়েছে। আপনি অনুবাদ বা সম্পাদনায় যথেস্ট যত্নবান না। আশা করি আপনি ভবিষ্যতে সম্পাদনার কাজে আরও যত্নবান হবেন এবং দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে এই নিবন্ধটি গ্রহণ করতে পারছি না।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৪:২৬, ২৮ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"লাদাখ" পাতায় ফেরত যান।