আলাপ:রাসূলের নামাযের বৈশিষ্ট্য (বই)

সাম্প্রতিক মন্তব্য: Mehediabedin কর্তৃক ১ বছর পূর্বে "শিরোনাম পরিবর্তন" অনুচ্ছেদে

শিরোনাম পরিবর্তন সম্পাদনা

রাসূলের নামাযের পদ্ধতি (সালাফি মাযহাবের বই) করা যেতে পারে। মো. মাহমুদুল আলম (আলাপ) ১৪:০৩, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@মো. মাহমুদুল আলম এটা একটা বই মাত্র। এখানে বিশ্বাস না মতাদর্শ শিরোনামে উল্লেখ করার প্রয়োজন নাই মেবি। যদি রাসূলের নামাযের বৈশিষ্ট্য যদি এই শিরোনামে মুহাম্মাদ সাঃ এর নামাজের পদ্ধতির প্রতি ইঙ্গিত না করতো, তাহলে এই নামটিই রেখে দেওয়া হতো। এই শঙ্কায় ব্রাকেটে বই লিখে দেওয়া হয়েছে। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৪:৪৩, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram আলবানি একজন সালাফি মাযহাবের ব্যক্তি। তার বইটা এ মাযহাব অনুযাযী লেখা। নামাজে সালাফি ও হানাফী এর মধ্যে পার্থক্য আছে। পাঠক যাতে সহজে বুঝে তাই এ নাম দেয়া যেতে পারে। মো. মাহমুদুল আলম (আলাপ) ১৮:৪৩, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@মো. মাহমুদুল আলম একই শিরোনামে অন্য মাযহাবের বই যদি লেখা না থাকে তাহলে নাম পরিবর্তনের প্রয়োজন নেই। তবে নিবন্ধে ব্যাপারটি স্পষ্ট করে দেওয়া যেতে পারে। মেহেদী আবেদীন ১৯:১৪, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"রাসূলের নামাযের বৈশিষ্ট্য (বই)" পাতায় ফেরত যান।