আলাপ:রাধাগোবিন্দ কর ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

সাম্প্রতিক মন্তব্য: Snthakur কর্তৃক ১০ বছর পূর্বে "পরিবর্তিত পাতার ইতিহাস merge করার নিয়ম" অনুচ্ছেদে

রাধাগোবিন্দ কর ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সম্পাদনা

আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বিকল্প নাম ও পূর্ণ নাম - রাধাগোবিন্দ কর ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পুনর্নির্দেশ করা হল।

Snthakur ( সৌমেন্দ্র নাথ ঠাকুর ) (আলাপ) ১৫:১৫, ২০ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় Snthakur,
আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর পূর্ণ নাম - রাধাগোবিন্দ কর ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নয়, এর পূর্ণ নাম - রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। পুনর্নির্দেশের আগে সঠিক তথ্য সংগ্রহ করলে ভালো হয়। আপনি কলকাতার দুইটি পৃথক মেডিক্যাল কলেজ যথা আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে একত্র করে ফেলেছেন। সেই কারণে ২রা জানুয়ারী, ২০১২ রাধাগোবিন্দ কর ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এ পুনর্নির্দেশ করেছিলাম। কিন্তু আপনি এর পূর্ণ নামের জন্য আবার রাধাগোবিন্দ কর ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এ পুনর্নির্দেশ করলেন। এর পূর্ণ নাম রাখা যখন উচিৎ বলে আপনার মনে হচ্ছে, তখন এর সঠিক পূর্ণ নাম রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এ একে পুনরায় পুনর্নির্দেশ করলাম।

ভালো থাকবেন।

B. Mandal ( বোধিসত্ত্ব মন্ডল ) (আলাপ) ১৯:০৭, ২৯ জুলাই ২০১৩ (আইএসটি)

সুপ্রিয় B. Mandal ( বোধিসত্ত্ব মন্ডল ),


রাধাগোবিন্দ কর ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিবন্ধটি সম্মন্ধে আপনার উত্তর দেখলাম, উত্তরে আপনি যা বলেছেন তার মূখ্য বিষয় হলঃ-


(১) (আপনার তৈরি নিবন্ধটিকে) বার বার পুনর্নির্দেশ করে ফেলা হচ্ছে (যা আমি করেছি)।

(২) ২রা জানুয়ারী, ২০১২ উক্ত নিবন্ধটিকে (আপনি,আপনার তৈরি নতুন পাতা) আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল - এ পুনর্নির্দেশ করেছিলেন।

(৩) আপনার তৈরি, আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল - নামের নতুন পাতাটি উক্ত নিবন্ধটিতে পুনর্নির্দেশ করা (আমার) ঠিক হয়নি।


লক্ষণীয় বিষয়ঃ

(১) গত ১২ নভেম্বর ২০০৭ তারিখে ১৯:০৫ সময়ে আমি রাধাগোবিন্দ কর ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংক্ষেপে, আর জি কর ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল নামক নতুন নিবন্ধটি তৈরি করি যা গত ৪ (চার) বছরেরও বেশি সময় ধরে বাংলা উইকিপিডিয়ায় ছিল।

(২) গত ৪ (চার)বছরেরও বেশি সময়ের মধ্যে আপনি বা অন্য কেউ উক্ত নিবন্ধটির পরিবর্তন,পরিমার্জন করার বা তথ্যসূত্রাভাবে অপসারণেরও কোনও আপত্তি তোলেননি সুতরাং উক্ত নিবন্ধর পাতাটি উইকিপিডিয়ায় নির্দিষ্ট পদ্ধতিতে মুছে ফেলা হয়নি। উক্ত নিবন্ধের পাতাটি এখনও বর্তমান।

(৩)ওই নিবন্ধে আমার পুরনো লেখা (যা গত চার বছরেরও বেশি সময় ধরে উক্ত নিবন্ধটিতে ছিল)তা আপনি গত ২রা জানুয়ারী,২০১২ তারিখে আপনার তৈরি নতুন পাতায় নকল সংযোগ ও পুনর্নির্দেশ করেন,এঘটনায় আপনি কারোর সঙ্গে আলোচনার অবকাশ রাখেন নি এবং আমাকেও আমার পুরনো লেখা ও নিবন্ধটির পুনর্নির্দেশ সম্মন্ধে কোনভাবে জানান নি।

(৪) এই ঘটনা আমার নজরে আসার পর আমি খুবি অসন্তুষ্ট হয়ে ন্যায্য কারণে গত ২০ জুলাই ২০১৩‎ তারিখ ১৮:৫৬ সময়ে উক্ত নিবন্ধটিকে সংরক্ষণ করি ও সংশ্লিষ্ট আলোচনার পাতায় আপনাদের অবগত করে আপনার তৈরি নতুন পাতাটিকেও উক্ত নিবন্ধটিতে দ্বিপুনর্নির্দেশ করি।

সিদ্ধান্তঃ

আপনার তৈরি নিবন্ধটিকে বার বার পুনর্নির্দেশ করার আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা একেবারে অসত্য,এই অভিযোগ সৃষ্টি করে যাতে আপনি আমাকে দমিয়ে আপনার অনৈতিক কর্ম সহজে করতে পারেন তারই প্রচেষ্টা করছেন মাত্র। 'বার বার'মানে একাধিক বার যেখানে আমি মাত্র একবার পুনর্নির্দেশ করেছি,একবারকে মিথ্যে ভাবে বার বার বলেছেন।

আমার তৈরি চার বছরেরও বেশি 'পুরনো নিবন্ধটির লেখা'কারোর সঙ্গে আলোচনা না করে বা আমায় না জানিয়ে আপনার তৈরি নতুন পাতায় অন্যায় ভাবে নকল সংযোজন ও পুনর্নির্দেশ করেছেন এবং আমার প্রচেষ্টা ও পুরনো নিবন্ধটিকে অমর্যাদা করেছেন যা উইকিপিডিয়ায় কাম্য হতে পারে না।

আমার তৈরি ভুল ও অপ্রাসঙ্গিক নিবন্ধটি কোন যুক্তিতে ঠিক নিবন্ধের পাতায় পুনর্নির্দেশ করছেন? উইকিপিডিয়ায় নির্দেশ অনুযায়ী আপনি তা করতে পারেন না। আমার তৈরি পুরনো নিবন্ধর পাতাটি উইকিপিডিয়ায় নির্দিষ্ট পদ্ধতিতে মুছে ফেলা যেত এবং তার জন্য আমাকে জানাতে হত।

আমার তৈরি পুরনো নিবন্ধটি যাতে পরিমার্জন বা তথ্যসূত্র দেওয়ার সুযোগ না পায় তাই কোনরকম আলোচনা শুরু না করে নতুন পাতাটি আপনি তৈরি করেন ও যাতে নিবন্ধটি প্রথম থেকে আপনিই শুরু করেছেন - এই মর্যাদা পুরপুরি ভাবে পান তারজন্য নতুন নিবন্ধের পাতায় ইতিহাস তৈরি করে আমার তৈরি পুরনো নিবন্ধটির পাতার ইতিহাসকে ঢেকে ফেলেছেন।


এ অবস্থায় আপনি ন্যায্যভাবে কি করতে চলেছেন আমাকে পুনরায় জানাবেন,এ বিষয়ে আপনার ন্যায্য আচরণ আপনার প্রতি আমার সম আচরণ প্রত্যাশা করতে পারে।

ধন্যবাদান্তে

Snthakur ( সৌমেন্দ্র নাথ ঠাকুর ) (আলাপ) ২৩:৪৮, ৩০ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন


প্রিয় Snthakur ( সৌমেন্দ্র নাথ ঠাকুর )

এ ভাবে কথা বলার কি কোন মানে আছে?

আমি যেটা বলতে চেয়েছি, তা হল আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর নামের সঙ্গে জাতীয় বা ন্যাশানাল কথাটি কোন ভাবেই যুক্ত নয়। প্রথমে আপনার লেখা নিবন্ধটি পড়ে আমার এই ছোট ত্রুটি ২রা জানুয়ারী,২০১২ নজরে আসে। তাই আমি একে ২রা জানুয়ারী, ২০১২ আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এ পুনর্নির্দেশ করেছিলাম। এর মধ্যে কোন ভুল বা অনৈতিক কাজ হয়েছে বলে তো আমি বুঝতে পারছি না। আমি শুধু কলেজটির সঠিক নামে পরিবর্তন করেছিলাম, আর কিছু নয়। এটি করে কিভাবে আপনাকে আঘাত করলাম, তাও বুঝলাম না।

২০০৭ এ যখন আপনি আপনার নিবন্ধটি লেখেন, শুধু তখন কেন, আমি ২০১১ অব্দি বাংলা উইকিপিডিয়াতে কোন ভাবেই যুক্ত ছিলাম না। তাই আপনার নিবন্ধ সম্পর্কে কোন রকম ভাবেই আমার পক্ষে পরিবর্তন বা পরিমার্জন সম্ভব হয় নি। অন্য কেউ কেন সেটা কেন করেননি, তা বলা আমার পক্ষে অসম্ভব।

আমি কখনোই মর্যাদা পাওয়ার জন্য বাংলা উইকিপিডিয়াতে সময় দিচ্ছি না। নতুন পাতা তৈরী করে মর্যাদা কিভাবে পাওয়া যায়, সেটি ঠিক বুঝলাম না! এই কলেজ সংক্রান্ত নিবন্ধটি আমি তৈরী করেছি এ কথা আমি কখনোই এক বারের জন্যও বলি নি। আপনিই প্রথম এই কলেজ সংক্রান্ত নিবন্ধ তৈরী করেছেন, এ তো ১০০ ভাগ সত্য। আমি কি এক বারের জন্যেও তা অস্বীকার করেছি? আপনি হয়ত আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিবন্ধটির সম্পাদনার ইতিহাসটি লক্ষ্য করেছেন, কলেজ সংক্রান্ত নিবন্ধটিকে বহু দিন ধরে বহু তথ্য দিয়ে বড় করে তুলেছি। উইকিপিডিয়ার সকল নিবন্ধ কেউ না কেউ তৈরী করেন, আবার কেউ না কেউ তাকে বাড়িয়ে তোলেন, এটাই স্বাবাভিক। কিন্তু এর জন্য কেউ কি মর্যাদা দাবী করেন? আমিই বা তা কেন করতে যাব?

আমার এক্ষেত্রে দুটি ভুল হয়েছে স্বীকার করি, ১। পুনর্নির্দেশের সময় আপনাকে অবগত করা বা আলোচনা করা আমার উচিৎ ছিল। ২। বার বার কথাটি আমি অবচেতন ভাবে লিখে ফেলেছি। এই দুটি ভুলের জন্য আপনাকে আঘাত দিয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।

আপনি, আমি এবং আমরা প্রত্যেকেই নিজের নিজের ব্যস্ত সময় থেকে কিছু কিছু করে সময় দিয়ে বাংলা উইকিপিডিয়াকে তিলে তিলে বড় করছি। এতে আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমরা যখন এক পথেরই পথিক, তখন কি এরকম মনোমালিন্য থাকা উচিৎ?

ভালো থাকবেন

B. Mandal ( বোধিসত্ত্ব মন্ডল ) (আলাপ) ১৮:৪১, ৩১ জুলাই ২০১৩ (আইএসটি)


পরিবর্তিত পাতার ইতিহাস merge করার নিয়ম সম্পাদনা

কোনও নিবন্ধের পাতা পরিবর্তন করতে হলে উইকিপিডিয়ার কোন Admin নিজে তা-করতে পারে বা কোনও user পরিবর্তন করলে Admin তা-দেখে approve করার মত মনে হলে (পরিবর্তিত হওয়া) প্রথম পাতাটির আলাপ/আলোচনার পাতায় নিম্ন লিখিত ভাবে প্রথম পাতাটির ইতিহাস পরবর্তি পাতায় merge করবেন এটাই ঠিক নিয়ম। কিন্তু আগের তৈরি নিবন্ধ রাধাগোবিন্দ কর ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল - এই পাতাটির ইতিহাস পরের তৈরি নিবন্ধরাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পাতাটির ইতিহাসের সঙ্গে merge করা হয়নি। কোনও Admin এব্যাপারে ব্যাবস্থা নিলে ঠিক হয় । নিচে আগের তৈরি নিবন্ধের পাতার ইতিহাস কিরকম হবে তার উদাহরণ এখানে দিলাম -


(cur | prev) hh:mm, dd mmm yyyy‎ UserName (talk | contribs)‎ . . (xx bytes) (+yy)‎ . . (moved ArticlePage1 to ArticlePage2: Moving for history merge) (thank)

Snthakur ( সৌমেন্দ্র নাথ ঠাকুর ) (আলাপ) ১৯:৪৮, ৪ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

"রাধাগোবিন্দ কর ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল" পাতায় ফেরত যান।