আলাপ:রফিকুর রশীদ

সাম্প্রতিক মন্তব্য: মো. মাহমুদুল আলম কর্তৃক ২ বছর পূর্বে "জুলাই ২০২১" অনুচ্ছেদে

জুলাই ২০২১ সম্পাদনা

@মো. মাহমুদুল আলম: এখানে যে সূত্রগুলো দিয়েছেন সবই বই বিক্রির সাইট। বইয়ের লেখককে নিয়ে সামান্য রিভিউ লিখেছে, যা বিজ্ঞাপন বলা যায়। উপযুক্ত সূত্র যোগ না করলে এটা অপসারিত হবে। -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১২:০৭, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র না থাকায় এটি একবার অপসারিত হয়েছে। -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১২:১১, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ঠিক বলেছেন ভাই। দেখি কোনো তথ্যসূত্র পাই কি না। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৬:০১, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
লেখকের সাথে সরাসরি যোগাযোগ করেছি, মেইলে জীবন পাঠাবে। কিভাবে লেখা যায়? বলেন। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৭:১৬, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১৭:২২, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আপনি মাঝেমধ্যে তথ্যসূত্রের মধ্যে এরকম দেন, (রশীদ, রফিকুর। সাক্ষাৎকার, তাং-০১-৭-২০২১)। এরকম সাক্ষাৎকার এগুলো কী আপনি নেন? -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১৭:২৫, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@মো. মাহমুদুল আলম: কারো সাথে সরাসরি যোগাযোগ করে তাঁকে নিয়ে লিখবেন না। এইটা উইকিপিডিয়ার নীতিমালার লঙ্ঘন হবে। আপনার হাতের কাছে বা ইন্টারনেটে খুঁজে দেখুন ও যা পান তা দিয়ে লিখুন। উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা#উল্লেখযোগ্যতার সাধারণ সূচকও পড়ুন। কোনও নিবন্ধ এই নীতিমালা পূরণ না করলে তা অপসারিত হয়। এই কারণে লেখার আগেই চিন্তা করুন ও যাচাই-বাচাই করে দেখুন যাকে নিয়ে লিখবেন তিনি উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা#উল্লেখযোগ্যতার সাধারণ সূচক পূরণ করেন কিনা। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
জি ভাই ঠিক আছে -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৭:৫০, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"রফিকুর রশীদ" পাতায় ফেরত যান।