আলাপ:রঙের তালিকা

সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ১৭ বছর পূর্বে

যদি ইংরেজি নামের পাশে বাংলা না লিখে পুরোটাই বাংলা করে ফেলা হয় তাহলে কিন্তু পুরো নির্দেশিকাটিই পরিবর্তন করতে হবে। অর্ধাৎ অ, আ দিয়ে নির্দেশিকা দিতে হবে। A, B, C, D আর কাজ করবে না। এ ব্যাপারে কী করা যেতে পারে। পুরোটাই বাংলা নাকি ইংরেজির পাশে বাংলা। -- মুহাম্মদ ০৬:১৬, ১৫ নভেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়া, তাই বাংলার প্রাধান্য, যতটুকু সম্ভব। বাংলা অনুবাদ শেষ করলে একটা বাংলা নির্দেশিকা টেম্পলেট বানানো যাবে। খুব কঠিন কিছু না। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:২১, ১৫ নভেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে। বাংলা উইকিপিডিয়া যেহেতু সব বাংলাতেই হওয়া উচিত। সেক্ষেত্রে প্রথমে পুরোটা বাংলা করে ফেলুন। আমিও অভিধান ঘেটে কিছুটা করার চেষ্টা করবো। তারপর আমরা নির্দেশিকাটি পরিবর্তন করবো। নির্দেশিকা পরিবর্তন করার জন্য আমি একটি টেম্পলেট তৈরি করেছি। এটি হল: Template:নির্দেশিকা। এটি দেখতে পারেন। এই টেম্পলেট দিয়ে এখানে সব বাংলা করা সম্ভব। কিন্তু তার আগে আগেই যা বললাম, পুরোটা বাংলা করে নেয়া উচিত। আর যে রঙের বাংলা পাওয়া যাবেনা তার ক্ষেত্রে ইংরেজিটাই আমরা বাংলা বর্ণমালায় লিখতে পারি। বর্ণ/রঙ -এর ক্ষেত্র আমি বলতে চাই, পূর্বে যে নাম ছিল : "বর্ণ (রঙ)" তা হওয়া উচিত নয়। কারণ রঙ অনেক গুরুত্বপূর্ণ। এতো প্যাঁচ ঘুরে এই নিবন্ধের শিরোনাম দিলে তা এর জন্য অপমানকর হয়। ধন্যবাদ। -- মুহাম্মদ ০৬:২৬, ১৫ নভেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
বর্ণ সম্ভবত একটা দ্ব্যর্থতা নিরসন পাতা হওয়া উচিত, যেখান থেকে নির্দেশ করা অনেক ভুক্তির মধ্যে একটা ভুক্তি হবে রঙ। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:২৮, ১৫ নভেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
"রঙের তালিকা" পাতায় ফেরত যান।