আলাপ:রকিবুল হাসান (ক্রিকেটার, জন্ম ১৯৮৭)

সাম্প্রতিক মন্তব্য: Hasive কর্তৃক ৮ বছর পূর্বে "নাম" অনুচ্ছেদে

নাম সম্পাদনা

রকিবুল হাসান (ক্রিকেটার, জন্ম ১৯৮৭) নামটা জানি কেমন লাগছে। নাম কি অন্য কোন ভাবে রাখা যায় না? সবার মতামত চাইছি। এভাবে তথ্য খোঁজার ক্ষেত্রে সাধারণ পাঠকরা বিভ্রান্ত হতে পারেন বলে মনে হচ্ছে। --নুরুন্নবী চৌধুরী (হাছিব)আলাপ ১২:৫৯, ১০ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

রকিবুল হাসান নামে বাংলাদেশের দুজন ব্যক্তি আছে। এনারা দুইজনেই ক্রিকেটার। জন্ম সালই উইকিতে এই দুই ব্যক্তির নিবন্ধের শিরোনাম পার্থক্য করার একমাত্র উপায়। --আফতাব (আলাপ) ১৩:১০, ১০ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
একটা করা যায়। একজনের নাম শুধু রকিবুল হাসান আর একজনের নাম রকিবুল হাসান (ক্রিকেটার) করা যায়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ক্ষেত্রে আমি অনেকটা এমন করছিলাম। --নুরুন্নবী চৌধুরী (হাছিব)আলাপ ০৮:১৮, ১২ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
"রকিবুল হাসান (ক্রিকেটার, জন্ম ১৯৮৭)" পাতায় ফেরত যান।