আলাপ:মো. সিরাজুল আলম তালুকদার

সাম্প্রতিক মন্তব্য: Nokib Sarkar কর্তৃক ৩ বছর পূর্বে "মুহাম্মদ বাদ দেয়া কি ঠিক হচ্ছে" অনুচ্ছেদে

মুহাম্মদ বাদ দেয়া কি ঠিক হচ্ছে সম্পাদনা

নাবিল ভাই, আমি যদ্দূর জানি মুহাম্মদ (কিংবা ভিন্ন বানান) কারো পদবী নয়, বরং নামেরই অংশ। সুতরাং উক্ত ব্যক্তির নিবন্ধকে তার নামের প্রথমাংশ বাদ দিয়ে নামকরণ করা কি ঠিক হচ্ছে? ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৭:১০, ২৮ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় @Nokib Sarkar: নামে মুহাম্মদ, মোহাম্মদ বা মোঃ ব্যাবহারের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে একেকজন একেকরকম করে থাকেন। আসল কথা হলো ব্যাক্তি নিজে যে ভাবে বানান ব্যাবহার করেন নিবন্ধে সে ভাবে দেয়া উচিত। এটা অনেকটা কঠিন। এই নিবন্ধ করতে যেয়ে আরেকটি বাঁধার সম্মুখীন হলাম, নির্বাচন কমিশনের তালিকায় মো. সিরাজুল আলম তালুকদার, যেটা ভুল ছিল। সিরাজুল হক তালুকদার সঠিক নাম। তাই সংযোগটি পুনর্নির্দেশ করতে হলো।--নাবিল ০৭:৪১, ২৮ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
শ্রদ্ধেয় নাবিল ভাই, আপনার অভিজ্ঞতার প্রতি সম্মান দেখিয়েই জিজ্ঞাসা করছি, আপনি কোন সূত্র থেকে পেলেন যে ওনার নাম উনি মো. ব্যতীত লিখতেন, যেখানে নির্বাচন কমিশনের মতো উল্লেখযোগ্য সূত্র অন্য কিছু বলছে?নকীব সরকার বলুন... ০৮:৪০, ২৮ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"মো. সিরাজুল আলম তালুকদার" পাতায় ফেরত যান।