আলাপ:মেরিল-প্রথম আলো পুরস্কার

সাম্প্রতিক মন্তব্য: Hemayet কর্তৃক ১২ বছর পূর্বে "উল্লেখযোগ্যতা" অনুচ্ছেদে

উল্লেখযোগ্যতা সম্পাদনা

উল্লেখযোগ্যতা, উইকিপিডিয়ার একটি অনমনীয় নীতি। প্রিয় হেমায়েত ভাইকে এই নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমাণে তৃতীয় পক্ষীয় তথ্যসূত্র উল্লেখের অনুরোধ করছি। অন্যথায় নিবন্ধটি অপসারণের বিচারধারা অনুযায়ী অপসারিত হতে পারে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৩২, ২৯ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

এই নিবন্ধটি লেখার সময় আমি এসব কিছু ভাবিনি, কারণ আমি শুধু জানতাম যে ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধ থেকে হুবহু অনুবাদ করেছি। যেখানে ইংরেজি উইকিপিডিয়ায় এই ধরনের কোনো ট্যাগ লাগানো হয়নি তাই ভাবলাম বাংলাতেও সমস্যা হবে না। আরেকটি কথা আমার জানা মতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এর পরে বর্তমান চলচ্চিত্র পুরস্কার প্রদানে একমাত্র নিয়মিত আছে মেরিল-প্রথম আলো পূরস্কার। এই পুরস্কার প্রদানের খবর দৈনিক প্রথম আলোদ্য ডেইলি স্টার ব্যতিত অন্য কোনো সংবাদ মাধ্যম খুব একটা প্রচার করেনা। যেহেতু এই পুরস্কারটি প্রদান করছে একটি দৈনিক পত্রিকা, তাই আমার মনে হয় এরও একটি বিশেষ কারণ আছে, আর তা হলো আমরা একটু হিংসা পরায়ন কিনা?

যাহোক, এই নিবন্ধ সম্পর্কিত অনেক তথ্যসূত্র ডেইলি স্টার পাওয়া যায়, কিন্তু তা যখন গ্রহণযোগ্য না তাই আর সামনে এগোতে চাই না। ধন্যবাদ--হেমায়েত (আলাপ) ০৫:২৪, ১৭ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

"মেরিল-প্রথম আলো পুরস্কার" পাতায় ফেরত যান।