আলাপ:মুহাম্মদকে নিয়ে মন্তব্য বিতর্ক, ২০২২

সাম্প্রতিক মন্তব্য: Mehediabedin কর্তৃক ১ বছর পূর্বে "নিবন্ধের নাম" অনুচ্ছেদে

পাতা স্থানান্তর সম্পাদনা

@Abazizfahad: আলোচনা না করে পাতা স্থানান্তর করা আপনার উচিত হয়নি। প্রথমত বাংলা নিবন্ধের শিরোনামে সাল প্রথমে নয় বরং শেষে কমা দিয়ে বসানো হয়। দ্বিতীয়ত বিজেপি শব্দটা আমি বসাইনি ভারতের সরকারি বক্তব্যের কারণে যে এটাকে তারা দল বা সরকারের মন্তব্য হিসেবে মনে করেনা৷ তাই ইংরেজি উইকিপিডিয়ার মত অনুকরণ করে বাংলা পাতায় বিজেপি লেখার প্রয়োজন নেই। তৃতীয়ত, আমি এখনো নিবন্ধ সম্পাদনা করছি, এখনই কি পাতা স্থানান্তর জরুরি ছিলো? @আফতাবুজ্জামান: এসকল কারণে আমি পূর্বের নামে পাতা ফিরিয়ে আনতে অনুরোধ করছি। মেহেদী আবেদীন ১৫:৪২, ১০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin আপনার সাথে পূর্ব আলোচনা ছাড়াই পাতা স্থানান্তর করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। আমি নিবন্ধটিতে বিজেপি শব্দটি না দেখতে পেয়ে মূলত পাতা স্থানান্তর করেছিলাম। আপনি বুঝাতে চেয়েছেন যে নূপুর শর্মার বক্তব্যের মাধ্যমে ভারতের সরকারি দলের ভাবমূর্তির বহিঃপ্রকাশ ঘটেনি অর্থাৎ এটি তার ব্যক্তিগত মন্তব্য। কিন্তু সরকারি দল তথা বিজেপির মদদপুষ্টতায় ভারতে সাম্প্রদায়িকচেতা কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেতা তৈরি হচ্ছে যার সুস্পষ্ট প্রমাণ পূর্বেও পাওয়া গেছে। তাছাড়া বিজেপির মদদপুষ্টতা না পেলে নূপুর শর্মার মত নেত্রী ইসলামবিদ্বেষী মন্তব্য করতে পারেনা কারণ এই ঘটনার পর বিজেপি এক বিবৃতিতে বলেছে যে তারা কোনো "ধর্মীয় ব্যক্তিকে বা কোন সম্প্রদায়কে ও তাদের ধর্মকে অবমাননা করে না এবং অবমাননাকারীদেরও পছন্দ করেনা" এই ধরনের মন্তব্য বিজিবি মুখ দিয়ে এই প্রথমই বের হলো পূর্বে ভারতে যতই ধর্মীয় দাঙ্গা হোক না কেন বিজেপি কখনোই এই ধরনের মন্তব্য করেনি। কিন্তু এখন তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে কারণ এর সাথে জড়িয়ে রয়েছে ভারতের অর্থনৈতিক স্বার্থ। ভারত সরকার পুরোদমে চেষ্টা করছে ঘটনাটির সাথে বিজেপির সংশ্লিষ্টতা নেই তা প্রমাণ করার জন্য। আরব বিশ্বকে শান্ত করতে তারা নানাভাবে নূপুরকে বলছে যে সে প্রথম সারির নেত্রী নয় এবং তার বক্তব্যের মাধ্যমে দলীয় ভাবমূর্তির প্রতিফলন ঘটেনি। এর কারণ ভারতের ৮২% রেমিট্যান্স আসে আরব থেকেই তাছাড়া আরব বিশ্ব যদি ভারতীয় পণ্য পুরুপুরি বর্জন করে তাহলে ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় অবস্থায় চলে যাবে যার ফলশ্রুতিতে বিজেপির ক্ষমতা হারানোর ভয় আছে। তাই বিজেপি তাদের স্বার্থ রক্ষার জন্য এই ইস্যুতে মোড় বদলের চেষ্টা করছে। আর ইংরেজি নিবন্ধে সরাসরি BJP নাম ব্যবহার করা হয়েছে এর কারণ এ বিষয়টি নিয়ে এখনো সুস্পষ্ট কোন তথ্যসূত্র নেই তাই বাংলা নিবন্ধে বিজেপি শব্দ ব্যবহার করা উচিত। ধন্যবাদ। আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১৬:২১, ১০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Abazizfahad: কিন্তু সাল সবার শেষে বসার কথা, প্রথমে নয়। মেহেদী আবেদীন ১৬:২৯, ১০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin বাংলায় বহু নিবন্ধ আছে যেগুলোতে সাল আগে, বিশেষ করে খেলাধুলা বিষয়ক নিবন্ধ যেমন: ২০২২ ফিফা বিশ্বকাপ ; ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ইত্যাদি। তবে কোন ধরনের নিবন্ধে সাল পরে বসে তা আমার জানা নেই। আপনি সুস্পষ্ট ব্যাখ্যা দিলে আমি সাল পরে লিখে পাতা স্থানান্তর করবো। আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১৬:৩৮, ১০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Abazizfahad: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১, ইসরায়েল–ফিলিস্তিন সংকট ২০২১, ঝাড়খণ্ড ভাষা আন্দোলন ২০২১–২০২২ এগুলোতে পরে সাল বসেছে। এগুলোর মধ্যে একটা আমার লেখা বাদে বাকিগুলো অন্যদের লেখা নিবন্ধ। তাছাড়া বাক্যগঠনের নিয়ম অনুযায়ী পরেই সাল বসা উচিত। মেহেদী আবেদীন ১৬:৪৪, ১০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin করা হয়েছে। আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১৬:৫৪, ১০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের নাম সম্পাদনা

আমার মতে নিবন্ধের নাম "মহানবিকে নিয়ে বিজেপির মন্তব্য বিতর্ক, ২০২২" করা হোক। কারণ " মুহম্মদ " নাম বাংলা ভাষায় অনেক সাধারণ একটি নাম।তাই যারা এখনও এই বিতর্ক সম্পর্কে জানেন না তারা প্রথমে কখনোই বুঝবে না যে এই বিতর্ক কাকে নিয়ে। দ্বিতীয়ত ইংরেজি ভাষায় সম্মানিত বা অসম্মানিত সকলেরই শুধু নাম লেখা হয়। কিন্তু বাংলা ভাষার বৈশিষ্ট্য এমন নয়। তাই শুধু "মুহম্মদ" নামটি অত্যন্ত শ্রুতিকটু শোনাচ্ছে। মুসলিম ছাড়াও অন্য বাঙালিরাও "মহানবি" উপাধি বলে থাকে। তাই "মুহম্মদ" নামের পরিবর্তে মহানবি ব্যবহার করা হোক।@আলবি রেজা আলবি রেজা (আলাপ) ০৫:০০, ১৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@আলবি রেজা: এটা ঠিক যে মুহাম্মদ নামে অনেক মানুষ আছে। কিন্তু মুহাম্মদ নামক কোন সাধারণ ব্যক্তিকে নিয়ে মন্তব্য করলে তাতে বিতর্ক সৃষ্টি হয় না। তাই নামটা দেখেই বোঝা যাবে এখানে নবী মুহাম্মদকে বোঝানো হয়েছে। তবে নামটা এখানে শ্রুতিকটু শোনাচ্ছে না। হয়তো সেটা আপনার কাছে লাগছে। তাছাড়া মুসলিম ছাড়া অন্য বাঙালী (হিন্দু/বৌদ্ধ??) মহানবী ব্যবহার করে এমনটা কমই দেখেছি। তাই আমার মতে এই নামটিই ঠিক আছে। মেহেদী আবেদীন ১৩:২৮, ১৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বিঃদ্রঃ মুহাম্মদ নামে অন্য ব্যক্তির নিবন্ধ আসলে তাতে তার অন্য নাম বা পুরো নাম ব্যবহার করা যেতে পারে। মেহেদী আবেদীন ১৩:৫০, ১৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"মুহাম্মদকে নিয়ে মন্তব্য বিতর্ক, ২০২২" পাতায় ফেরত যান।