আলাপ:মুজফ্‌ফর আহমদ (রাজনীতিবিদ)

সাম্প্রতিক মন্তব্য: Wikitanvir কর্তৃক ১৪ বছর পূর্বে "কমরেড (?)" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

কমরেড (?) সম্পাদনা

উইকিপিডিয়া একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান। এখানে জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শ, সকল বিষয়েই নিরপেক্ষতা অবলম্বন করে চলাটা শুধু উইকিপিডিয়ার অবদানকারীদের দায়িত্বই নয়, তাদের প্রতি বাধ্যতামূলক। সুতরাং মুজফ্‌ফর আহ্‌মেদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি তাঁর নামের শেষে বন্ধনীতে কমরেড শব্দটি লেখা কি উইকিপিডিয়াসম্মত? ভার্গব চৌধুরি (আলাপ) ১৫:১২, ১৪ মার্চ ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ঠিকই। বন্ধনীতে রাজনীতিবিদ কথাটি রাখা যেতে পারে। যথা মুজফ্‌ফর আহমদ (রাজনীতিবিদ)। --অর্ণব দত্ত (আলাপ) ১৭:০৫, ১৪ মার্চ ২০১০ (ইউটিসি)উত্তর দিন
রাজনীতিবিদ করাই ঠিক হবে। কমরেড তো পদবী/উপাধি। আর শিরোনামে আমরা এগুলো এড়িয়েই চলি। — তানভির আলাপ অবদান ১৮:০৩, ১৪ মার্চ ২০১০ (ইউটিসি)উত্তর দিন
"মুজফ্‌ফর আহমদ (রাজনীতিবিদ)" পাতায় ফেরত যান।