আলাপ:মার্ক্সের মানুষের-প্রকৃতি তত্ত্ব

সাম্প্রতিক মন্তব্য: Arindam Maitra কর্তৃক ৯ বছর পূর্বে "অপসারণের আপত্তি" অনুচ্ছেদে

অপসারণের আপত্তি সম্পাদনা

এই পাতাটি দ্রুত অপসারণ করা উচিত নয় কারণ এখানে নিবন্ধটির বিষয়বস্তু আদৌ অর্থহীন নয়। বরং নিবন্ধের জন্য গৃহীত বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণই। মার্ক্সবাদের বুনিয়াদী ধারণার সাথে বিষয়টি যুক্ত। তবে বর্তমানে নিবন্ধটি অতি সংক্ষিপ্ত ও তথ্যসূত্রের ক্ষেত্রেও ঘাটতি রয়েছে। কিন্তু এই বিষয়গুলির উন্নতি তো করা যেতেই পারে। নিবন্ধ প্রণেতা অবশ্যই এখানে নিজের নামে লগ ইন না করেই লিখতে শুরু করেছেন, কিন্তু উইকিপিডিয়ার নীতি অনুসারে তা তিনি করতে পারেন। আমার মনে হয় অসম্পূর্ণ নিবন্ধ, ছোট নিবন্ধ, প্রভৃতি ট্যাগ এখানে চলতেই পারে, কিন্তু 'db-nonsense' ট্যাগ কোনও মতেই নয়। --Arindam Maitra (আলাপ) ১৭:৪৪, ২৯ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

"মার্ক্সের মানুষের-প্রকৃতি তত্ত্ব" পাতায় ফেরত যান।