আলাপ:মার্কিন সেনাবাহিনী

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২ বছর পূর্বে "নাম" অনুচ্ছেদে

নাম সম্পাদনা

নিবন্ধের নাম "ইউনাইটেড স্টেটস আর্মি" থেকে "মার্কিন সেনাবাহিনী" করা হল। বাংলা উইকিতে অন্য সকল দেশের বেলাতেও যেমন "... সেনাবাহিনী" নামকরণ রীতি ব্যবহার করা হয়েছে, এখানেও তাই করা হল। এছাড়া উইকির অন্যতম রীতি হল বাংলায় প্রচলিত নামটি ব্যবহার করা। বাংলা সংবাদমাধ্যমে "ইউনাইটেড স্টেটস আর্মি" নামটির ব্যবহার নাই বললেই চলে, গুগল অনুসন্ধানে ফলাফল দেখুন (৪,০০০+ ফলাফল, আজেবাজে সাইট ব্যতীত কোন বাংলা সংবাদমাধ্যমে এর ব্যবহার দেখলাম না)। অন্যদিকে বাংলা সংবাদমাধ্যমে "মার্কিন সেনাবাহিনী" নামটি অতি প্রচলিত, গুগল অনুসন্ধানে ফলাফল দেখুন (৫৫,০০০+ ফলাফল)। প্রথম আলোসহ প্রতিটি জাতীয় সংবাদ মাধ্যম মার্কিন সেনাবাহিনী নামটি ব্যবহার করেছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩১, ২৭ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: ঠিক আছে। আমি প্রতিষ্ঠানের নাম হিসেবে মূল নামের প্রতিবর্ণীকরণ করেছিলাম ও বেশ কিছু উইকিপিডিয়া একই নীতি অনুসরণ করেছে। তবে বাংলাতে এটি যেহেতু মার্কিন সেনাবাহিনী হিসেবে পরিচিত বেশ তাই এটি-ই ঠিক আছে। — তানভির০৮:৪১, ২৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: এই মাত্র খেয়াল করলাম, তাই একটা বিষয় নিয়ে একটু খচখচ শুরু হলো, ‘মার্কিন’ বা ‘মার্কিনী’ কিন্তু জাতীয়তা পরিচায়ক, যেমন ‘আমেরিকান’। কিন্তু ‘ইউনাইটেড স্টেটস’ কিন্তু দেশের নাম। এই যুক্তিতে বাংলা করলে ‘যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী’ হওয়ার কথা নয় কি? আর যদি সেটি করা হয় তাহলে ‘যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী’ নামের প্রচলন-ই বা কেমন? মনে করতে পারছি না যে নিবন্ধ শুরু করার সময় আমিও এমন চিন্তা করেই প্রতিবর্ণীকরণ করেছিলাম কী না। — তানভির০৮:৪৮, ২৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Wikitanvir: বুঝতে পেরেছি, তবে সবসময় যে মূল নামের সাথে হুবহু মিল থাকতে হবে এমন কথা নেই। আমার মনে হয় না এটা কোন বড় সমস্যা। উদাহরণ: সৌদি আরব সেনাবাহিনী, ফরাসি সেনাবাহিনী ইত্যাদি। উদাহরণস্বরূপ সেই ইংরেজি উইকি দেখুন, ফরাসি সেনাবাহিনীর মূল নাম আর্মে দে তেররে কিন্তু ইংরেজি উইকিতে ফ্রেঞ্চ আর্মি হিসেবে লেখা। আর্মে দে তেররে বা ফ্রান্স আর্মি না রেখে ফ্রেঞ্চ আর্মি রাখার কারণ, আমি শতভাগ নিশ্চিত, ইংরেজিতে সেটির প্রচলনতা (বহু সেনাবাহিনীর নাম সেখানে এভাবে করে)। একইভাবে, বাংলায় যেহেতু ‘যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী’ বা অন্য কিছুর চেয়ে "মার্কিন সেনাবাহিনী" ব্যবহারের প্রচলন বেশি, উইকিতে নিবন্ধের শিরোনাম "মার্কিন সেনাবাহিনী"-ই রাখা উচিত। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৪, ২৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"মার্কিন সেনাবাহিনী" পাতায় ফেরত যান।