আলাপ:মহাজাগতিক অণুতরঙ্গ পটভূমি বিকিরণ

সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ১৬ বছর পূর্বে "পরিভাষা" অনুচ্ছেদে

পরিভাষা সম্পাদনা

মাইক্রোওয়েভের একটি চমৎকার পরিভাষা পেয়ে গেছি। মোহাম্মদ আবদুল জব্বার তার "বিশ্ব ও সৌরজগত" বইয়ে অণুতরঙ্গ ব্যবহার করেছেন। পরিভাষাটি আমার পছন্দ হয়েছে। ব্যাপারটি মাইক্রোস্কোপ থেকে এসেছে। যেমনর অণুবীক্ষণ। মাইক্রোবের বাংলা অণুজীব। ইত্যাদি। তাই অণুতরঙ্গ করার প্রস্তাব করছি। মতামত দিন। -- মুহাম্মদ ১০:৪৫, ৫ মার্চ ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

সমর্থন দিচ্ছি।--অর্ণব (আলাপ | অবদান) ১২:৩১, ৫ মার্চ ২০০৮ (ইউটিসি)উত্তর দিন
"মহাজাগতিক অণুতরঙ্গ পটভূমি বিকিরণ" পাতায় ফেরত যান।