আলাপ:মধুর রেস্তোরা

সাম্প্রতিক মন্তব্য: Subrata Roy কর্তৃক ১১ বছর পূর্বে "এটা তো মধুর ক্যান্টিন" অনুচ্ছেদে

এটা তো মধুর ক্যান্টিন সম্পাদনা

এটা তো মধুর ক্যান্টিন বলে জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ কি শিওর করতে পারেন? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:৫৪, ২৫ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। ধারণা করছি, নিবন্ধের নামকরণ করা হয়েছে সূচনাংশের চিত্রে প্রতিষ্ঠানের বর্ণিত সাইনবোর্ডের নামানুসারে মধুর রেস্তোরা; যা হওয়া উচিত ছিল মধু’র রেস্তোরাঁ। কিন্তু অলিখিতভাবে এটি মধু’র ক্যান্টিন নামে ব্যাপক পরিচিতি বহন করে। - সুব্রত রায় (আলাপ) ১২:২১, ২৬ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

মধুর ক্যান্টিন সম্পাদনা

ছাত্র জীবনের কথা মনে পরে গেল। এক সময় বিকেল হলেই পিঠা খেতে যেতাম। আর মনে মনে সামসুর রহমান এর নেই বিখ্যাত কবিতা "মধুর ক্যান্টিনে যাই" কবিতা আবৃতি করতাম।

"মধুর রেস্তোরা" পাতায় ফেরত যান।