আলাপ:ভারত বিভাজন

সাম্প্রতিক মন্তব্য: Bodhisattwa কর্তৃক ৮ বছর পূর্বে "নাম পরিবর্তন" অনুচ্ছেদে

"১৯৪৭ এর" - তাই না? --রাগিব (আলাপ | অবদান) ১৭:১৭, ১২ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

Is it worth an encyclopedia entry? It could simply be a part of history of each discussed countrues. I dont know who 218.186.9.2 is but I kind of agree with his edit and think this entry may be deleted (i wil add it to the deletion candidate list). --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১২:০৪, ১৬ ডিসেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

নাম পরিবর্তন সম্পাদনা

নিবন্ধের বর্তমান নাম পরিবর্তন করে ভারত বিভাজন, ভারত ভাগ, ভারত বিভক্তি কিংবা বিভক্ত ভারত নামকরণ করা প্রয়োজন। কেননা -

বাংলাদেশ বিভাগ বলতে যেমনঃ ঢাকা ...... রংপুর - এই ৭টিকে বুঝি; ঠিক তেমনি ভারত বিভাগ বলতে কি অন্ধ্রপ্রদেশ ......... পশ্চিমবঙ্গ - এই ২৮টি অঙ্গরাজ্যকে বুঝবো না!

পাশাপাশ নিবন্ধের বর্তমান শিরোনামটি মুছে ফেললে হয়তো বিভ্রান্তি নিরসন হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১১:২০, ২০ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

এই নিবন্ধের শিরোনামে "Partition of India" কথাটির বাংলা অনুবাদ করা হয়েছে "ভারত বিভাগ"। 'বিভাগ' শব্দটি প্রশাসনিক বিভাগ অর্থেও ব্যবহৃত হয়। যেমন, প্রেসিডেন্সি বিভাগ, ঢাকা বিভাগ। তাই আমার প্রস্তাব হল, নিবন্ধের শিরোনাম 'ভারত বিভাজন' বা 'ভারত ভাগ' করা। --Jonoikobangali (আলাপ) ০৮:৩২, ১২ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
নাম পরিবর্তনের বিষয়ে আমিও একমত। ভারত বিভাজন বা ভারত বিভক্তি করা যেতে পারে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:০৪, ১২ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
  করা হয়েছে- বোধিসত্ত্ব (আলাপ) ১১:৫৩, ১২ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
"ভারত বিভাজন" পাতায় ফেরত যান।