আলাপ:ভারতে বাল্যবিবাহ

সাম্প্রতিক মন্তব্য: Sumasa কর্তৃক ৬ বছর পূর্বে "কি অসুবিধায় পড়েছেন?" অনুচ্ছেদে

কি অসুবিধায় পড়েছেন? সম্পাদনা

@Sumasa: আমি শুধু শিরোনাম বদল করেছি মাত্র, বাকী সবকিছু, লেখা, নিবন্ধ প্রণেতা হিসেবে আপনি, এগুলি আগের মতই আছে।

Child marriage এর বাংলা হবে "বাল্যবিবাহ ", শিশু বিয়ে নয়। এই জন্য শিরোনাম পরিবর্তন।

তবে আপনি কি রকম বাধার সম্মুখীন হয়েছে তা একটু বুঝিয়ে বলুন। আপনি স্বাভাবিক নিয়মে সম্পাদনা অংশে ক্লিক করে সম্পাদনা করতে পারার কথা। আফতাব (আলাপ) ১৮:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

অসুবিধে জানুন এবং সমাধান বলুন।

অসুবিধে (১) : আমি কাজটা শুরু করেছিলাম নতুন অনুবাদ পাতায়। এখনো ওখানে প্রবেশ করলে দেখা যাবে নিবন্ধটার কিয়দংশ রয়েছে। একদিন কাজ করার ফাঁকে দেখলাম, আমি যতটা অনুবাদ করেছি, সম্পূর্ণটা নেই! আশ্চর্য হলাম রীতিমতো! অনেক চেষ্টা করেও উদ্ধার করতে না-পেরে বাধ্য হয়ে এখন বাকি কাজটা সম্পাদনা পদ্ধতিতেই অনুবাদ করছি!

অসুবিধে (২) : ইতিমধ্যে একদিন কাজ করতে করতেই অন্য কেউ এই পাতায় প্রবেশ করেছিল। হঠাৎ শিরোনামে দেখলাম 'সম্পাদনায় দ্বন্দ্ব'? আপনাদের নির্দশিত নিয়মে 'কাজ চলছে/২০১৮' লেখার পরও কী করে এসব ঘটছে?

অসুবিধে (৩) : এই যে গত দু-দিন সৃষ্টিশীল কাজ না-করে কাজের অসুবিধে নিয়ে আলাপচারিতা করতে হচ্ছে। এতে আমার মনে হয় বৃথা সময় নষ্ট করছি। যেভাবে কাজ করছিলাম অবলীলায় আজ প্রকল্পটা শেষ হয়ে যেত। কিন্তু নানা জটিলতায় আজো কাজটা থেমে গেল, এটাই আফশোশ!

আমার কাজের মধ্যে কী এখনো ধ্বংস প্রবণতা দেখছেন? ধন্যবাদ। Sumasa sukan (আলাপ) ০৩:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@Sumasa:১ নং. আপনি অনুবাদ করার পর যথাসম্ভব সংরক্ষণ হয়নি। ২ নং. যখন 'সম্পাদনায় দ্বন্দ্ব' হবে তখন উপরে ও নিচে দুটি বাক্স দেখতে পাবেন। কোন কিছু ক্লিক করার আগে নিচের বাক্সটির লেখা কপি করে রাখবেন। এতে আপনি যে সম্পাদনা করেছিলেন তা হারিয়ে যাবে না। আপনি তা প্রতিলেপন করতে পারবেন। ৩ নং. ঠিক আছে। আলোচনায় সময় নষ্ট না করে অনুবাদ করুন। --আফতাব (আলাপ) ১৮:২৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

'বা্ল্যবিবাহ' সম্পর্কে আপত্তি Child Marriage বাংলায় বাল্যবিবাহ। কিন্তু কথাটা শুদ্ধ বাংলা। আমরা উইকিপিডিয়ায় তো চলতি বাংলা ব্যবহার করছি। ঠিক সেইজন্যেই 'শিশু বিয়ে' শব্দবন্ধের অবতারণা করেছি। শিশু বিয়ে কথটা ভুল নয়, বরং আরো যুক্তিগ্রাহ্য। তাই আর একবার ভেবে দেখতে অনুরোধ করছি। Sumasa sukan (আলাপ) ১৯:৩৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

শুদ্ধ বা চলিত যাই বলেন আমি দেখছি বাল্যবিবাহ কথাটা প্রচলিত। অন্যদিকে শিশু বিয়ে বাল্যবিবাহ কথাটার মত প্রচলিত না। --আফতাব (আলাপ) ২০:২৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আনন্দ অনুভব করছি বিগত কয়েকদিন থেকে তৈরি আমার এই পাতা থেকে উইকিপিডিয়ায় একটা সংযোগ দেওয়া হয়েছে দেখে ভালো লাগছে। নিত্যদিনের ব্যক্তিগত কাছের মধ্যে সময় বাঁচিয়ে উইকিপিডিয়ায় যুক্ত থাকি। আমার মেহনত যদি মানুষের সামন্যতম কাজে লাগে তার জন্যে গর্ব অনুভব করি। যতদিন মন চাইবে একাজ চালিয়ে যাব। ধন্যবাদ। Sumasa sukan (আলাপ) ০৩:৪২, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

"ভারতে বাল্যবিবাহ" পাতায় ফেরত যান।